ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

মনোনয়ন নিলেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু, লড়বেন যে আসনে

২০২৫ ডিসেম্বর ২৪ ১৯:৩৯:০৬

মনোনয়ন নিলেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু, লড়বেন যে আসনে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি দলীয় প্রার্থী হিসেবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, কুমিল্লা মহানগর আহ্বায়ক মিয়া তৌফিক, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদলসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মজিবুর রহমান মঞ্জু বলেন, "একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন ধারার পদযাত্রার লক্ষ্যেই আমার এই নির্বাচনে অংশগ্রহণ। আমি বিশ্বাস করি ফেনীর ভোটাররা অন্ধ নন, তারা নাগরিক অধিকার নিশ্চিত হওয়ার কথা ভেবেই তাদের রায় দেবেন।"

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মঞ্জু বলেন, "দেশের সার্বিক পরিস্থিতি মোটেও সন্তোষজনক নয়। এই অবস্থা চলতে থাকলে নির্বাচন উৎসবমুখর না হয়ে বেদনাদায়ক হয়ে উঠবে। জুলাই বিপ্লবের যোদ্ধা শরিফ ওসমান হাদির মতো আর কোনো প্রার্থী যেন হত্যাকাণ্ডের শিকার না হন, তা সরকারকে নিশ্চিত করতে হবে।" তিনি নির্বাচন কমিশনের নিরাপত্তা ব্যবস্থাকে 'ফাঁকা বুলি' হিসেবে আখ্যায়িত করে মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, মজিবুর রহমান মঞ্জু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ সময় কারাভোগ করেন। গত ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে তিনি ফেনীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অত্যন্ত সক্রিয় রয়েছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত