ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানার মনোনয়নপত্র সংগ্রহ

২০২৫ ডিসেম্বর ২৪ ১৭:৫৮:১৯

স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানার মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

রুমিন ফারহানার পক্ষে সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন এই মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন। এর মাধ্যমে দলীয় মনোনয়ন না পেয়েও নির্বাচনে অংশ নেওয়ার যে ঘোষণা রুমিন ফারহানা আগে দিয়েছিলেন, তা বাস্তবায়নের প্রথম ধাপ সম্পন্ন হলো।

গত কয়েকদিন ধরেই রুমিন ফারহানা সরাইল ও আশুগঞ্জে বিভিন্ন মতবিনিময় সভায় ঘোষণা দিয়েছিলেন যে, দল থেকে মনোনয়ন না পেলেও তিনি নির্বাচনী মাঠ ছাড়বেন না। তিনি বলেছিলেন, "মার্কা যা-ই হোক, সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব।" মূলত বিএনপি তাদের জোটের শরিক দল 'জমিয়তে উলামায়ে ইসলাম'-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা জুনায়েদ আল হাবিবকে এই আসনে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় রুমিন ফারহানা দলীয় টিকিট থেকে বঞ্চিত হন। মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনে জুনায়েদ আল হাবিবের নাম চূড়ান্ত করেন।

মনোনয়ন বঞ্চিত হওয়ার পর রুমিন ফারহানা দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে দল থেকে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন এবং স্বতন্ত্র হিসেবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। তার অনুসারীরা জানিয়েছেন, ইতোমধ্যে নির্বাচনী অফিস স্থাপন এবং জোরদার প্রচারণার প্রস্তুতি শুরু হয়েছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। জোটের মনোনীত প্রার্থীর বিপরীতে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানার এই অংশগ্রহণ নির্বাচনী লড়াইয়ে এক নতুন মেরুকরণ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত