ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

ফের বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত

২০২৫ ডিসেম্বর ২৩ ২২:৩২:১৬

ফের বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক তৎপরতা নতুন করে আলোচনায় এসেছে। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হাদিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় হাইকমিশনার রিয়াজ হাদিদুল্লাহকে ডেকে পাঠায়। এর কয়েক ঘণ্টা আগেই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত ১৭ ডিসেম্বরও রিয়াজ হাদিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিএম) বি শ্যাম তলব করেছিলেন।

এদিকে মঙ্গলবার সকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকার।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব ঘটনাকে পূর্বপরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা হিসেবে উল্লেখ করে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রাঙ্গণ ও আবাসস্থলের বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে উগ্রপন্থি গোষ্ঠীর হামলা ও ভাঙচুরের বিষয়ে ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কূটনৈতিক মিশনে এ ধরনের পরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন শুধু সংশ্লিষ্ট কর্মীদের নিরাপত্তাকেই ঝুঁকির মধ্যে ফেলে না, বরং দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সহনশীলতার ভিত্তিক সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করে।

বাংলাদেশ সরকার এসব ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভারতে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন ও কূটনীতিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।

শেষ পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় আশাবাদ ব্যক্ত করেছে যে, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক বাধ্যবাধকতা অনুসারে ভারত সরকার কূটনীতিকদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় দ্রুত ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত