ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় মানতে হবে যেসব কড়া নিয়ম
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত কড়া একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা:
১. প্রবেশের সময়: পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে।
২. তল্লাশি ও কান উন্মুক্ত রাখা: কেন্দ্রে নারী ও পুরুষদের আলাদাভাবে তল্লাশি করা হবে। ব্লুটুথ বা ইলেকট্রনিক ডিভাইস শনাক্তে প্রার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে। প্রয়োজনে টর্চলাইট ব্যবহার করে কান পরীক্ষা করা হবে।
৩. নিষিদ্ধ সামগ্রী: পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, সব ধরনের ঘড়ি, ভ্যানিটি ব্যাগ, পার্স বা কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
৪. ওএমআর ও প্রশ্নপত্র: উত্তরপত্র পূরণে অবশ্যই কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। পরীক্ষা শেষে প্রশ্নপত্র ও উত্তরপত্র—উভয়ই পরিদর্শকের কাছে জমা দিতে হবে; প্রশ্নপত্র সঙ্গে নিয়ে বাইরে যাওয়া যাবে না।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারের নিয়োগে পদের তুলনায় আবেদনকারীর সংখ্যা বিশাল। দুই ধাপ মিলিয়ে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সেই হিসাবে প্রতি পদের বিপরীতে গড়ে লড়বেন প্রায় ৭৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রথম ধাপে ১০ হাজার ২১৯টি পদের বিপরীতে ৭ লাখ ৪৫ হাজার এবং দ্বিতীয় ধাপে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে ৩ লাখ ৩৪ হাজার আবেদন পড়েছে।
পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে এবং মোবাইল কোর্টের মাধ্যমে জালিয়াতি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিস্তারিত নির্দেশিকা দেখুন এখানে ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- আগামীকাল IPL নিলাম ২০২৬ : যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- আইপিএল নিলাম: দেখুন এখন পর্যন্ত দল পেলেন যারা-বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স: ব্যাটিংয়ে রিশাদরা-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন: ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল