ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় মানতে হবে যেসব কড়া নিয়ম

২০২৫ ডিসেম্বর ২২ ১৮:০৫:৩১

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় মানতে হবে যেসব কড়া নিয়ম

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত কড়া একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা:

১. প্রবেশের সময়: পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে।

২. তল্লাশি ও কান উন্মুক্ত রাখা: কেন্দ্রে নারী ও পুরুষদের আলাদাভাবে তল্লাশি করা হবে। ব্লুটুথ বা ইলেকট্রনিক ডিভাইস শনাক্তে প্রার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে। প্রয়োজনে টর্চলাইট ব্যবহার করে কান পরীক্ষা করা হবে।

৩. নিষিদ্ধ সামগ্রী: পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, সব ধরনের ঘড়ি, ভ্যানিটি ব্যাগ, পার্স বা কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

৪. ওএমআর ও প্রশ্নপত্র: উত্তরপত্র পূরণে অবশ্যই কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। পরীক্ষা শেষে প্রশ্নপত্র ও উত্তরপত্র—উভয়ই পরিদর্শকের কাছে জমা দিতে হবে; প্রশ্নপত্র সঙ্গে নিয়ে বাইরে যাওয়া যাবে না।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারের নিয়োগে পদের তুলনায় আবেদনকারীর সংখ্যা বিশাল। দুই ধাপ মিলিয়ে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সেই হিসাবে প্রতি পদের বিপরীতে গড়ে লড়বেন প্রায় ৭৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রথম ধাপে ১০ হাজার ২১৯টি পদের বিপরীতে ৭ লাখ ৪৫ হাজার এবং দ্বিতীয় ধাপে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে ৩ লাখ ৩৪ হাজার আবেদন পড়েছে।

পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে এবং মোবাইল কোর্টের মাধ্যমে জালিয়াতি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিস্তারিত নির্দেশিকা দেখুন এখানে

এসপি

ট্যাগ: বাংলাদেশ সরকারি চাকরি নিয়োগ পরীক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা সংবাদ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষক নিয়োগ বুয়েট সফটওয়্যার সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ বুয়েট আইসিটি নিয়োগ প্রশিক্ষণ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ প্রাথমিক শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা কবে প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা তারিখ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নিয়ম প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্র প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল কবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি রোধ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা প্রাথমিক শিক্ষক নিয়োগ ডিপিই নোটিশ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার আপডেট প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা খবর Primary teacher recruitment exam 2025 Primary assistant teacher written exam date Primary teacher recruitment exam Bangladesh DPE primary teacher exam notice Primary teacher recruitment exam rules Primary teacher exam syllabus Bangladesh Primary teacher recruitment exam update নিয়োগ পরীক্ষা ২০২৫ শিক্ষক নিয়োগ নির্দেশিকা

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত