ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

ছাত্রদল সভাপতি

'মব কালচার দমনে ছাত্রদল ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছে' 

২০২৫ ডিসেম্বর ২১ ১৭:৪০:১২

'মব কালচার দমনে ছাত্রদল ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছে' 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ছাত্রদল একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসেবে বরাবরই সহনশীলতার পরিচয় দিয়েছে। মব কালচার বা গণপিটুনির মতো ঘটনাগুলো ছাত্রদল চাইলে সরাসরি প্রতিহত করতে পারত, কিন্তু শান্তি বজায় রাখতে তারা তা করেনি। কারণ ছাত্রদল আইন হাতে তুলে নিলে কোনো ক্যাম্পাসই স্থিতিশীল থাকত না।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহের বিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যাকাণ্ডসহ দেশব্যাপী মব সন্ত্রাসের বিচারের দাবিতে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে ছাত্রদল।

সমাবেশে রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করে বলেন, "গত দেড় বছর ধরে ছাত্রসমাজের কাছে ছাত্রদলকে অপদস্থ করতে একটি বিশেষ গোষ্ঠী মিথ্যা প্রোপাগান্ডা চালিয়েছে। বর্তমানেও বিদেশে বসে কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বিএনপির বিরুদ্ধে গুজব ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা প্রোপাগান্ডা চালিয়ে ছাত্রদলকে কলঙ্কিত করতে চায়, তাদের সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করা হবে।"

তিনি ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক হত্যা এবং সাত বছরের শিশু আয়েশাকে পুড়িয়ে মারার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এ ধরনের নৃশংসতা কল্পনা করা যায় না। ধর্মের দোহাই দিয়ে দেশে বিভাজন সৃষ্টি ও অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে। আমরা বিপু ও আয়েশা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

সমাবেশে ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, "আমরা এমন এক বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সবাই মিলেমিশে থাকবে। কিন্তু একদল হায়েনা মব কালচারের মাধ্যমে দেশটাকে অস্থিতিশীল করতে চাইছে।"

এর আগে টিএসসি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত