ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

হত্যাকাণ্ড ও মব সন্ত্রাসের বিরুদ্ধে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

২০২৫ ডিসেম্বর ২১ ১৬:০৮:৩১

হত্যাকাণ্ড ও মব সন্ত্রাসের বিরুদ্ধে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপ চন্দ্র দাস এবং লক্ষ্মীপুরে শিশু আয়শা আক্তার হত্যাকাণ্ডসহ দেশব্যাপী সংঘটিত সব হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল। একই সঙ্গে সারা দেশে চলমান মব সন্ত্রাসের বিরুদ্ধেও প্রতিবাদ জানায় সংগঠনটি।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা ‘সম্প্রীতির বাংলাদেশ, আমাদের অঙ্গীকার’, ‘মবেক্রেসির ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘ডেমোক্রেসি, ডেমোক্রেসি’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি দেশে চলমান সহিংসতা ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে একটি নির্দিষ্ট গোষ্ঠী বট বাহিনী ও ধর্মকে ব্যবহার করে নিয়মিতভাবে মব সন্ত্রাসে ইন্ধন দিচ্ছে। তিনি বলেন, যারা দেশের বাইরে বসে অনলাইনে ঘৃণা ছড়াচ্ছে, ছাত্রদল তাদের প্রতিহত করবে।

তিনি আরও বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি বিভাজন সৃষ্টি করে, যা বর্তমান বাস্তবতায় বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। ছাত্রদল চাইলে অরাজক আচরণ করতে পারত, কিন্তু তা না করে সংগঠনটি দায়িত্বশীল ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় শহীদ শরিফ ওসমান হাদির কবর নিয়ে ছাত্রদলের বিরুদ্ধে ছড়ানো গুজবের নিন্দা জানিয়ে রাকিব বলেন, এসব অপপ্রচারের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে এবং হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।

ঢাবি ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস বলেন, মব সংস্কৃতির নামে সারা দেশে যে অরাজকতা চলছে, তার বিরুদ্ধে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শেষে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত