ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

ভারতের বিশ্বকাপ স্কোয়াডে গিলসহ বাদ পড়ল যেসব তারকারা

২০২৫ ডিসেম্বর ২০ ১৬:৪৯:২১

ভারতের বিশ্বকাপ স্কোয়াডে গিলসহ বাদ পড়ল যেসব তারকারা

সরকার ফারাবী: ঘরের মাঠে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে শক্তিশালী ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড। সবচেয়ে চমকজনক বিষয় হলো, ওপেনিং তারকা শুবমান গিলকে এবার জায়গা হয়নি দলে। তবে বিস্ফোরক ব্যাটার রিঙ্কু সিং ও উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ দলে ফিরেছেন। নেতৃত্বের দায়িত্বে থাকছেন অধিনায়ক সূর্যকুমার যাদব, আর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল।

সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফরের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন শুবমান গিল এবং জিতেশ শর্মা। এবার বিশ্বকাপের চূড়ান্ত দলে উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন সাঞ্জু স্যামসন ও ঈশান কিষাণ। ওপেনিংয়ে থাকছেন অভিষেক শর্মা, আর ব্যাটিং লাইনআপে ধারাবাহিক পারফরমার তিলক ভার্মা।

ভারতের স্কোয়াডে অলরাউন্ডারদের আধিক্য চোখে পড়ার মতো। হার্দিক পান্ডিয়া ও শিভাম দুবে ছাড়াও অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর থাকছেন দলে। স্পিন বিভাগে অভিজ্ঞ কুলদীপ যাদবের সঙ্গে রাখা হয়েছে রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকে। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন জাসপ্রীত বুমরাহ, যাঁর সঙ্গে আছেন হার্শিত রানা ও আর্শদীপ সিং।

বিশ্বকাপের আগে ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এই সিরিজেও মূলত বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটাররাই মাঠে নামবেন।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে লড়বে ভারত। ভারতের গ্রুপ প্রতিপক্ষের মধ্যে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ছাড়াও নামিবিয়া, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র। ভারত ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।

ভারতের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড (১৫ জন):

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, রিঙ্কু সিং, জাসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, হার্শিত রানা, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক)

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত