ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

ভর্তি পরীক্ষা দিতে এসে ঢাবিতে শিক্ষার্থীর মর্মান্তিক মৃ’ত্যু

২০২৫ ডিসেম্বর ১৯ ১৬:৩৫:১৫

ভর্তি পরীক্ষা দিতে এসে ঢাবিতে শিক্ষার্থীর মর্মান্তিক মৃ’ত্যু

নিজস্ব প্রতিবেদক: খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম তাহেরুজ জামান আকাশ। তিনি মোহাম্মদপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে ঢাবির একটি বিজ্ঞান বিভাগের ভবনে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আকাশ। ভবনের গেটম্যান ও আশপাশের কয়েকজন শিক্ষার্থী তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তার সঙ্গে পরিবারের কোনো সদস্য ছিলেন না বলে জানা গেছে।

নিহত শিক্ষার্থীর পারিবারিক পরিচয় অনুযায়ী, তাহেরুজ জামান আকাশের পিতার নাম ইসলামাইল এবং মাতার নাম শামীমা আক্তার।

হঠাৎ এ মৃত্যুর ঘটনায় ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত