ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

শরিফ ওসমান হাদির মৃ'ত্যুতে তারেক রহমানের গভীর শোক

২০২৫ ডিসেম্বর ১৮ ২৩:২০:৩৫

শরিফ ওসমান হাদির মৃ'ত্যুতে তারেক রহমানের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এক শোকবার্তায় তারেক রহমান শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন হাদির পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পৃথক বার্তায় হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরিফ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন। প্রথমে দেশে এবং পরে গত সোমবার (১৫ ডিসেম্বর) উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত