ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
হাসিনার অবস্থান নিয়ে যা জানাল ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। নয়াদিল্লিতে তিনি কী অবস্থায় আছেন এবং ভবিষ্যতে কী করতে পারেন এসব প্রশ্নে জোরালো আগ্রহের মাঝে বক্তব্য দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দেশটির গণমাধ্যমের একটি আলোচনায় তিনি জানালেন, শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত; পরিস্থিতিই তাকে এই সিদ্ধান্তে ঠেলে দিয়েছে।
শনিবার এনডিটিভির এডিটর-ইন-চিফের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নিয়ে জয়শঙ্কর আরও বলেন, শেখ হাসিনা একটি বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছেন এবং সেই পরিস্থিতিই এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করছে। তিনি স্পষ্ট করেন ‘‘শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাকেই নিতে হবে।’’
গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে। ওই সময় ব্যাপক সহিংসতা, হতাহতের ঘটনা এবং সরকারের দমননীতির মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি ভারতে পালিয়ে যান।
এরইমধ্যে ঢাকার বিশেষ আন্তর্জাতিক অপরাধ আদালত আন্দোলন দমনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে।
এনডিটিভির অনুষ্ঠানে এস জয়শঙ্করকে প্রশ্ন করা হয় শেখ হাসিনা কি ইচ্ছা করলেই দীর্ঘদিন ভারতে থাকতে পারবেন? জবাবে তিনি বলেন, “এটি সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ। তিনি নির্দিষ্ট একটি পরিস্থিতির কারণে এখানে এসেছেন, এবং সেটিই তার পরবর্তী সিদ্ধান্তে প্রভাব ফেলবে।”
পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য সবচেয়ে জরুরি হলো একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন।
দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে জয়শঙ্কর বলেন, ভারত চায় বাংলাদেশে জনগণের ইচ্ছাই যেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হয়, এবং যে সরকারই ক্ষমতায় আসুক দুই দেশের সম্পর্ক হবে আরও পরিপক্ক ও ভারসাম্যপূর্ণ।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, “বাংলাদেশের কল্যাণই আমাদের অগ্রাধিকার। গণতান্ত্রিক পথে চললে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা