ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
রমজানে পবিত্র কাবা শরিফে তারাবি পড়াবেন যে ৭ ইমাম
ডুয়া ডেস্ক : আসন্ন রমজান মাসে পবিত্র কাবা শরিফে তারাবির নামাজের ইমামদের নাম প্রকাশ করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি এই ইমামদের দায়িত্ব প্রদান করে তাদের নাম ঘোষণা করে।
কাবা শরিফে তারাবির নামাজে ইমামতি করবেন সাত জন বিশিষ্ট আলেম। তারা হলেন: শেখ আব্দুর রহমান আস-সুদাইস, শেখ মাহের আল-মুয়াইকলি, শেখ আব্দুল্লাহ জুহানি, শেখ বান্দার বালিলাহ, শেখ ইয়াসির দাওসারি, শেখ বদর আল-তুর্কি এবং শেখ ওয়ালিদ আল-শামসান।
প্রতি বছর রমজান মাসে ইসলামের দুই পবিত্র স্থান—মক্কার কাবা শরিফ ও মদিনার মসজিদে নববীতে তারাবির নামাজে অংশ নিতে হাজার হাজার মুসল্লি জড়ো হন। এই নামাজ বিশ্বের বিভিন্ন প্রান্তে টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়, যা বিশ্বজুড়ে মুসলমানদের জন্য এক বিশাল আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়ে ওঠে।
রমজান মাসে ওমরাহ পালনকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। ফলে মক্কা নগরীতে এই সময়ে মানুষের ভিড় থাকে সবচেয়ে বেশি। মুসল্লিদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পবিত্র দুই মসজিদের প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।
প্রেসিডেন্সি জানিয়েছে, খুব শিগগিরই তারাবির পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে। বিশ্বজুড়ে মুসলমানরা ইতিমধ্যেই এই মহিমান্বিত মাসে তারাবির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর দুই পবিত্র মসজিদে তা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১ মার্চ থেকে রমজান মাস শুরু হতে পারে। সৌদি আরবে ইতোমধ্যে শাবান মাস শুরু হয়েছে, যা শুরু হয়েছিল ৩১ জানুয়ারি। ২৮ ফেব্রুয়ারি শাবানের ২৯তম দিন, এদিন রমজানের চাঁদ দেখার জন্য সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। যদি ওইদিন চাঁদ দেখা না যায়, তবে ২ মার্চ থেকে রমজান শুরু হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলো ইসি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- দর সংশোধনের মাঝেও ফুরফুরে বিনিয়োগকারীরা