ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
রমজানে পবিত্র কাবা শরিফে তারাবি পড়াবেন যে ৭ ইমাম
.jpg)
ডুয়া ডেস্ক : আসন্ন রমজান মাসে পবিত্র কাবা শরিফে তারাবির নামাজের ইমামদের নাম প্রকাশ করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি এই ইমামদের দায়িত্ব প্রদান করে তাদের নাম ঘোষণা করে।
কাবা শরিফে তারাবির নামাজে ইমামতি করবেন সাত জন বিশিষ্ট আলেম। তারা হলেন: শেখ আব্দুর রহমান আস-সুদাইস, শেখ মাহের আল-মুয়াইকলি, শেখ আব্দুল্লাহ জুহানি, শেখ বান্দার বালিলাহ, শেখ ইয়াসির দাওসারি, শেখ বদর আল-তুর্কি এবং শেখ ওয়ালিদ আল-শামসান।
প্রতি বছর রমজান মাসে ইসলামের দুই পবিত্র স্থান—মক্কার কাবা শরিফ ও মদিনার মসজিদে নববীতে তারাবির নামাজে অংশ নিতে হাজার হাজার মুসল্লি জড়ো হন। এই নামাজ বিশ্বের বিভিন্ন প্রান্তে টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়, যা বিশ্বজুড়ে মুসলমানদের জন্য এক বিশাল আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়ে ওঠে।
রমজান মাসে ওমরাহ পালনকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। ফলে মক্কা নগরীতে এই সময়ে মানুষের ভিড় থাকে সবচেয়ে বেশি। মুসল্লিদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পবিত্র দুই মসজিদের প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।
প্রেসিডেন্সি জানিয়েছে, খুব শিগগিরই তারাবির পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে। বিশ্বজুড়ে মুসলমানরা ইতিমধ্যেই এই মহিমান্বিত মাসে তারাবির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর দুই পবিত্র মসজিদে তা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১ মার্চ থেকে রমজান মাস শুরু হতে পারে। সৌদি আরবে ইতোমধ্যে শাবান মাস শুরু হয়েছে, যা শুরু হয়েছিল ৩১ জানুয়ারি। ২৮ ফেব্রুয়ারি শাবানের ২৯তম দিন, এদিন রমজানের চাঁদ দেখার জন্য সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। যদি ওইদিন চাঁদ দেখা না যায়, তবে ২ মার্চ থেকে রমজান শুরু হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার