ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নরেন্দ্র মোদির বার্তা

২০২৫ ডিসেম্বর ০১ ২৩:১২:৪৯

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নরেন্দ্র মোদির বার্তা

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে তিনি খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করেছেন এবং চিকিৎসার প্রয়োজনে ভারত সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় নরেন্দ্র মোদি এই প্রতিক্রিয়া জানান।

পোস্টে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’’

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে মোদি আরও বলেন, ‘‘তাঁর দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। এই সংকটময় মুহূর্তে ভারত যেকোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত রয়েছে।’’

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত