ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
৯ দলের সমন্বয়ে নতুন জোট ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’র আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের বাইরে দেশের রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বাম ও প্রগতিশীল ঘরানার ৯টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত নতুন জোট ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক জাতীয় কনভেনশনে আনুষ্ঠানিকভাবে এই নতুন জোটের ঘোষণা দেওয়া হয়।
বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদের যৌথ উদ্যোগে আয়োজিত এই কনভেনশনে ঘোষণাপত্র পাঠ করেন সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফী রতন। তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং জনগণের বিভিন্ন দাবি আদায়ে এই জোট সম্মিলিতভাবে ভূমিকা পালন করবে। ‘জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি’ গড়ে তোলা এবং প্রগতিমুখী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই এই জোটের মূল লক্ষ্য।
জোটে থাকা দলসমূহ:বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাসদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন, বাসদ (মার্ক্সবাদী), বাসদ (মাহবুব) ও সোনার বাংলা পার্টি। এছাড়া ঐক্য ন্যাপ ও গণমুক্তি ইউনিয়নসহ আরও কয়েকটি দল শীঘ্রই এই জোটে যুক্ত হতে পারে বলে জানানো হয়েছে।
কনভেনশনে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আজকের এই উদ্যোগ সমাজ বিপ্লবের যুক্তফ্রন্ট। দেশের মানুষ বর্তমান রাজনীতিকদের ওপর আস্থা হারিয়েছে, তারা বিকল্প খুঁজছে। এই জোট সেই বিকল্প হয়ে উঠতে পারলে দেশে জাগরণ সৃষ্টি হবে।’
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, জনগণ পরিবর্তন চায় এবং বাস্তবে বামপন্থীরাই জন-আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, কঠিন সময়ে বরফ ভেঙে জনগণকে ক্ষমতায়ন ও রাষ্ট্র পরিচালনার পথ দেখাতে হবে। বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
কনভেনশনে সভাপতিত্ব করেন বাম জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বুদ্ধিজীবী, পেশাজীবী ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ