ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
নাভির চারপাশে ব্যথা? সতর্ক হন, এটা মাইগ্রেনও হতে পারে
ডুয়া ডেস্ক: মাথাব্যথা ছাড়া মাইগ্রেন হবে এটা অনেকে ভাবতেই পারেন না। তবে বিশেষজ্ঞরা বলছেন, মাইগ্রেন শুধু মাথায় নয়,পেটেও আক্রমণ করতে পারে, যা চিকিৎসাশাস্ত্রে পরিচিত‘অ্যাবডোমিনাল মাইগ্রেন’নামে। নাভির চারপাশে তীব্র ব্যথা, বমি ভাব, মাথা ঘোরা ও অস্বাভাবিক ক্লান্তি এই উপসর্গগুলো দেখা দিলে সাধারণ পেটব্যথা মনে করে অবহেলা না করে সতর্ক হওয়া জরুরি।
চিকিৎসকেরা জানান,অ্যাবডোমিনাল মাইগ্রেন একটি স্নায়বিক সমস্যা। এতে মাথায় ব্যথা না থাকলেও পেটে তীব্র ব্যথা অনুভূত হয়। স্নায়ুতন্ত্রে রাসায়নিক পরিবর্তন ও পেটের রক্তনালির সঙ্কোচন-প্রসারণের ফলে নাভির আশপাশে ব্যথা শুরু হয়ে ধীরে ধীরে পেটের উপরের দিকে ছড়াতে পারে। একই সঙ্গে দেখা দিতে পারে ক্ষুধামন্দা, বমি ভাব, পেট ফাঁপা, মাথা ঘোরা ইত্যাদি উপসর্গ। এই ব্যথা সাধারণত ৪ থেকে ৭২ ঘণ্টা স্থায়ী হয় এবং বারবার ফিরে আসতে পারে।
বিশেষজ্ঞরা আরও বলেন, পেটে ব্যথা ৭২ ঘণ্টার বেশি স্থায়ী হলে, বমি ভাব অব্যাহত থাকলে ও নাভির চারপাশে তীব্র চাপ অনুভূত হলে চিকিৎসা গ্রহণ করা উচিত। চিকিৎসায় ব্যথানাশক, বমিরোধক ও প্রয়োজনে মাইগ্রেনের বিশেষ ওষুধ যেমন,ট্রিপটানসব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
গবেষণা বলছে,বংশগত কারণঅ্যাবডোমিনাল মাইগ্রেনের অন্যতম প্রধান ট্রিগার। এছাড়া কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এবং জীবনযাত্রার অনিয়মও এই সমস্যার ঝুঁকি বাড়ায়।
এ রোগ থেকে বাঁচতে বিশেষজ্ঞরা সতর্কতা হিসেবে জানিয়েছেন ঝাল-মশলাযুক্ত ও বাইরের খাবার কমাতে হবে, ক্যাফেইন নিয়ন্ত্রণ করতে হবে (চা, কফি, চকলেট, কোমল পানীয়), নিয়মিত শরীরচর্চা ও মেডিটেশন করতে হবে এবং কোন খাবারে ব্যথা হয় তা চিহ্নিত করে খাবার তালিকা থেকে বাদ দিতে হবে। মানসিক চাপ নিয়ন্ত্রণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলো ইসি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ