ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

আইপিও প্রক্রিয়া ডিজিটাল করার পথে ডিএসই

২০২৫ নভেম্বর ২৬ ২২:৪১:৫৫

আইপিও প্রক্রিয়া ডিজিটাল করার পথে ডিএসই

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারকে আরও আধুনিক এবং প্রযুক্তি-নির্ভর করে তোলার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবার দেশের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়াটিকেও সম্পূর্ণরূপে ডিজিটাল করার পরিকল্পনা হাতে নিয়েছে। ডিএসইর চেয়ারম্যান মোমিনুল ইসলাম বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর নিকুঞ্জস্থ ডিএসই টাওয়ারে ‘রেগুলেটরি সাবমিশন মডিউল ও সিএসই অনবোর্ডিং’-এর উদ্বোধন অনুষ্ঠানে এই ঘোষণা দেন।

ডিএসই চেয়ারম্যান বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলো এখন থেকে তাদের সমস্ত নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা এবং কোম্পানি-সম্পর্কিত তথ্য সম্পূর্ণরূপে অনলাইনে জমা দিতে পারবে। তিনি এটিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন এবং জানান যে, ভবিষ্যতে এই একই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আইপিও-সম্পর্কিত ডকুমেন্টও দাখিল করার প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। এই ডিজিটাল ব্যবস্থাটি একবার পুরোপুরি বাস্তবায়িত হলে, কোম্পানিগুলোকে আর হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন হবে না এবং উভয় স্টক এক্সচেঞ্জই একই সঙ্গে তথ্যে প্রবেশাধিকার পাবে। এছাড়া, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-ও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে, যা তালিকাভুক্ত কোম্পানিগুলোর কাজের চাপ কমাবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিএসইসি কমিশনার মো. সাইফুদ্দিন বলেন, বিশ্বের উদীয়মান এবং ফ্রন্টিয়ার অর্থনীতির পুঁজিবাজার পরিচালনাকারী সংস্থাগুলো ইতোমধ্যে প্রযুক্তির ব্যবহার শুরু করেছে, কিন্তু বাংলাদেশ এখনও পিছিয়ে আছে। তিনি জোর দিয়ে বলেন, "পরিচালনাকারী সংস্থাগুলোকে অবশ্যই ভবিষ্যৎমুখী কৌশল গ্রহণ করতে হবে এবং প্রযুক্তির অভিযোজনকে অগ্রাধিকার দিতে হবে।"

বিএসইসি কমিশনার আরও উল্লেখ করেন যে, এই পরিচালনাকারী সংস্থাগুলোর মধ্যে কোনো বিভাজন থাকা উচিত নয়, এবং প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই তাদের নিজস্ব নিবেদিত দলের মাধ্যমে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ডিএসইর চিফ অপারেটিং অফিসার এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান জানান, নতুন এই সিস্টেমের প্রবর্তন বাজারের কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা এবং গতিশীলতা বৃদ্ধি করবে। তিনি আরও যোগ করেন, "এই সিস্টেমটি ভবিষ্যতে বাংলাদেশে এক্সবিআরএল প্রবর্তনকেও সহজ করে তুলবে।"

ডিএসই’র এই উদ্যোগ দেশের শেয়ারবাজারকে আন্তর্জাতিক মানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি দৃঢ় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত