ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

২৮ লাখ শেয়ার কন্যাকে উপহার দিতে চান কোম্পানির পরিচালক

২০২৫ নভেম্বর ২৬ ১৪:৪৫:৩৬

২৮ লাখ শেয়ার কন্যাকে উপহার দিতে চান কোম্পানির পরিচালক

নিজস্ব প্রতিবেদক: শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের একজন পরিচালক তার শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। কোম্পানিটির পরিচালক জনাব সৈয়দ আলী জাওহার রিজভি তার কন্যার নামে বিপুল সংখ্যক শেয়ার উপহার হিসেবে হস্তান্তরের ইচ্ছা প্রকাশ করেছেন।

আজ বুধবার (২৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী সৈয়দ আলী জাওহার রিজভি তার কন্যা মিসেস ফাতেমা হোসেইন রিজভি-কে (যিনি কোম্পানির একজন সাধারণ শেয়ারহোল্ডার) ২৮ লক্ষ ১৩ হাজার ৬১৬ টি শেয়ার উপহার হিসেবে দিতে চান।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই শেয়ার হস্তান্তর প্রক্রিয়াটি এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে সম্পন্ন হবে। অর্থাৎ, সাধারণ লেনদেন প্রক্রিয়ার মাধ্যমে এই শেয়ার বিক্রি না করে, পরিচালক তার কন্যাকে সরাসরি উপহার হিসেবে হস্তান্তর করবেন। এই ধরণের হস্তান্তর প্রক্রিয়াটি সাধারণত নিয়ন্ত্রক সংস্থার বিশেষ নিয়ম মেনেই সম্পন্ন করা হয়।

জনাব রিজভি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার হস্তান্তর প্রক্রিয়াটি সম্পন্ন করার ইচ্ছা প্রকাশ করেছেন। যেহেতু তিনি কোম্পানির একজন পরিচালক, তাই এই ধরনের বড় আকারের শেয়ার হস্তান্তর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ডিএসই-এর নজরদারির অধীনে থাকে। এই শেয়ার হস্তান্তরের ফলে কোম্পানির মোট শেয়ার কাঠামোতে পরিবর্তন না আসলেও, পরিচালকের কন্যার শেয়ারের পরিমাণ বৃদ্ধি পাবে।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত