ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

অস্থিরতা কমাতে ৮ প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল বিএসইসি

২০২৫ নভেম্বর ২৫ ১৬:৩৯:০৭

অস্থিরতা কমাতে ৮ প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে কর্মরত আরও আটটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে নীতিগত সহায়তা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানগুলোর নেগেটিভ ইকুইটি এবং আনরিয়ালাইজড লস এর বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের জন্য শর্তসাপেক্ষে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই আট প্রতিষ্ঠানের মধ্যে স্টক ব্রোকার-ডিলার এবং মার্চেন্ট ব্যাংক উভয় ধরনের প্রতিষ্ঠানই রয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৮৫তম কমিশন সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়া হয়।

বিএসইসির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটটি প্রতিষ্ঠানের নেগেটিভ ইকুইটি এবং আনরিয়ালাইজড লসের প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়সংক্রান্ত কর্মপরিকল্পনা বিবেচনায় নিয়ে তাদের শর্তসাপেক্ষে বাড়তি সময় দেওয়া হয়েছে।

যে আট প্রতিষ্ঠানের জন্য এই সময়সীমা বাড়ানো হয়েছে, সেগুলো হলো- সিটি ব্রোকারেজ লিমিটেড, ওয়ান সিকিউরিটিজ লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ, বিডি সানলাইফ সিকিউরিটিজ, আইএফআইসি সিকিউরিটিজ, এপেক্স ইনভেস্টমেন্টস, এবাসি ইনভেস্টমেন্ট ও সোনালী ইনভেস্টমেন্ট পিএলসি।

উল্লেখ্য, এর আগে গত ১৪ নভেম্বর ৯৮৪তম কমিশন সভায় ২৮টি প্রতিষ্ঠানকে একই কারণে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের জন্য শর্তসাপেক্ষে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত