ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

জাইমার প্রথম বক্তব্য: সহযোগিতার হাত বাড়াতে দলের সদস্যদের প্রতি আহ্বান

২০২৫ নভেম্বর ২৫ ১৫:১২:২৩

জাইমার প্রথম বক্তব্য: সহযোগিতার হাত বাড়াতে দলের সদস্যদের প্রতি আহ্বান

নিজস্ব প্রতিবেদক :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান প্রথমবার প্রবাসী ভোটারদের নিয়ে দলীয় সভায় বক্তব্য দিয়েছেন। রোববার (২৩ নভেম্বর) ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী প্রতিনিধিদলের সঙ্গে ভার্চুয়াল সভায় তিনি দলের সদস্যদের একে অপরকে সাহায্যের হাত বাড়াতে এবং কাজকে সময়মতো এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সভায় বাংলাদেশের পক্ষ থেকে বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসাইন আলমগীর পাভেলও যুক্ত ছিলেন।

৩৯ সেকেন্ডের ভিডিওতে জাইমা বলেন, ‘অবশ্যই কাজটা যেন এগিয়ে যায়। সবার সঙ্গে সবার যোগাযোগ আছে, সেটা করা উচিত। যতটা সম্ভব, আমাদের উচিত একে অপরকে সাহায্য করা।’ সভার সময় রিজভী ও পাভেল নোট নিয়েছিলেন, আর খোকন আংকেল সময় অনুযায়ী কীভাবে কাজ করা উচিত তা সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন। তবে এই বক্তব্য এখনও বিএনপির কোনো অফিসিয়াল চ্যানেল বা জাইমার সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে প্রকাশ করা হয়নি।

ধারণা করা হচ্ছে, কেউ গোপনে ভিডিও রেকর্ড করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

এর আগে জাইমা তারেক রহমানের প্রতিনিধি হিসেবে ৫ ও ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিয়েছিলেন।

প্রতিনিধি দলে নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও ছিলেন।

বাবা-মায়ের সঙ্গে ২০০৮ সালে লন্ডনে পাড়ি জমান জাইমা, সেখানে স্কুল, মাধ্যমিক ও উচ্চতর শিক্ষা সম্পন্ন করেন। তিনি কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক এবং লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল প্রাপ্ত করেছেন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত