ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

সুন্দরবনে ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন ঢাবি শিক্ষক

২০২৬ জানুয়ারি ০৭ ১১:১৯:৩১

সুন্দরবনে ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন ঢাবি শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় এক প্রাজ্ঞ শিক্ষক ও সংগঠককে হারাল। কলা অনুষদভুক্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাস আর নেই। বুধবার (৭ জানুয়ারি) সকালে সুন্দরবন এলাকায় অবস্থানরত ‘আলাস্কা’ জাহাজের একটি ক্যাবিনে তাঁর মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষকদের একটি ভ্রমণ চলাকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ড. ওমর ফারুক বলেন, “অধ্যাপক আতাউর রহমান স্যার আজ সকালে আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা সবাই কলা অনুষদের শিক্ষকরা সুন্দরবনে ভ্রমণে এসেছি এবং আলাস্কা জাহাজেই অবস্থান করছিলাম। স্যার তাঁর নিজ ক্যাবিনে ছিলেন। সকালে জানতে পারি, তিনি আর আমাদের মাঝে নেই।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগজনিত সমস্যায় (কার্ডিয়াক অ্যাটাক) অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সময় তাঁর কাছে কেউ উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যায়নি।

এই অকাল মৃত্যুতে সহকর্মী শিক্ষকরা গভীরভাবে শোকাহত বলে জানান ড. ওমর ফারুক। তিনি বলেন, ঘটনার পরপরই শিক্ষকদের চলমান ট্যুর স্থগিত করা হয়েছে এবং সবাই মংলার দিকে ফিরে যাচ্ছেন।

অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাস শুধু একজন শিক্ষকই নন, তিনি শিক্ষক সমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখা একজন সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন। তিনি ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর আহ্বায়ক ছিলেন যে প্ল্যাটফর্মটি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্মিলিত কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করে। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত