ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২
গাজীপুর-১ আসনের বিএনপি প্রার্থী মজিবুর রহমানকে শোকজ
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
সোমবার (১২ জানুয়ারি) জেলার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক এবং নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান হাসিনুর রহমান মিলন এই নোটিশ জারি করেন।
চিঠি সূত্রে জানা গেছে, মজিবুর রহমান গত ৮ জানুয়ারি পূর্ব চাঁদপুরের একটি ওরস মাহফিলে, ৯ জানুয়ারি একটি নারী সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং ১০ জানুয়ারি একটি ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজের এবং দলের পক্ষে 'ধানের শীষ' প্রতীকে ভোট চেয়েছেন। এছাড়া তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এসব প্রচারণার লাইভ সম্প্রচার করা হয় এবং নিয়মিত নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে।
অনুসন্ধান কমিটির মতে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ অনুযায়ী সরকারিভাবে প্রচারণার সময় হওয়ার আগে বা নির্ধারিত নিয়মের বাইরে এভাবে ভোট চাওয়া বিধিবহির্ভূত। এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না এবং বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে।
আগামী ১৫ জানুয়ারি সকাল ১১টায় গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের অস্থায়ী কার্যালয়ে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে মজিবুর রহমানকে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে মজিবুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি
- সুন্দরবনে ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন ঢাবি শিক্ষক
- চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে