ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে অর্ধশতাধিক নেতাকর্মী

২০২৬ জানুয়ারি ১২ ১৬:২০:৫০

জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে অর্ধশতাধিক নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের মাঠে টাঙ্গাইলে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হলো। জাতীয় পার্টি (জিএম কাদের) ছেড়ে অর্ধশতাধিক নেতাকর্মী যোগ দিয়েছেন বিএনপিতে। এই যোগদানকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বিএনপির নির্বাচনী কার্যক্রমে যুক্ত হতে দলটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা। নতুন নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু।

দলে যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আজাদ, হুগড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল লতিফ, মগড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাসান, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি জিন্নাহ খানসহ বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী।

নতুন করে বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মীরা জানান, জাতীয় পার্টির সঙ্গে সব সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করে তারা বিএনপিতে এসেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুকে বিজয়ী করতে। সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার অঙ্গীকার করেন।

যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত