ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

চট্টগ্রামে ‘নগর সরকার’ কাঠামো প্রয়োজন: আমীর খসরু

২০২৬ জানুয়ারি ১১ ২৩:২০:২৬

চট্টগ্রামে ‘নগর সরকার’ কাঠামো প্রয়োজন: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যাংক ঋণের মতো সাধারণ কাজের জন্যও যদি ঢাকায় গিয়ে তদবির করতে হয়, তবে চট্টগ্রামকে কখনোই প্রকৃত বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করা যাবে না। তিনি বলেন, দেশের নীতিনির্ধারণী ও অর্থনৈতিক ক্ষমতা ঢাকায় কেন্দ্রীভূত হয়ে পড়ায় ব্যবসায়ীরা বাধ্য হয়ে রাজধানীতে পাড়ি জমাচ্ছেন।

রোববার (১১ জানুয়ারি) চট্টগ্রামে দৈনিক প্রথম আলো আয়োজিত ‘চট্টগ্রাম কবে বাণিজ্যিক রাজধানী হবে’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। জিপিএইচ ইস্পাত, আবুল খায়ের গ্রুপ ও টিকে গ্রুপের সহযোগিতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু বলেন, "উন্নত বিশ্বে অধিকাংশ সেবা অনলাইনে পাওয়া গেলেও আমাদের দেশে ব্যাংক ঋণসহ ছোটখাটো সিদ্ধান্তের জন্যও ঢাকায় যেতে হয়। কোন কোন সেবার জন্য আমাদের রাজধানীতে ছুটতে হচ্ছে, তার একটি তালিকা করে সেগুলো বিকেন্দ্রীকরণ করা জরুরি। রাজনৈতিক ক্ষমতা যেখানে থাকে, অর্থনৈতিক ক্ষমতাও সেখানে চলে যায়—এই বাস্তবতাকে আমাদের বদলাতে হবে।"

চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে তিনি চীনের সাংহাইয়ের উদাহরণ দিয়ে বলেন, সেখানে মেয়রের অধীনে একটি শক্তিশালী 'নগর সরকার' সব কার্যক্রম সমন্বয় করে। কিন্তু চট্টগ্রামে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। চট্টগ্রামকে একটি কার্যকর বাণিজ্যিক শহর করতে হলে এখানেও ‘নগর সরকার’ কাঠামো প্রয়োজন বলে তিনি মত দেন।

আঞ্চলিক যোগাযোগের ওপর গুরুত্বারোপ করে আমীর খসরু বলেন, "চট্টগ্রামের প্রাকৃতিক ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে একে ভারত ও মিয়ানমারের সাথে সংযোগকারী একটি আঞ্চলিক লজিস্টিক হাবে রূপান্তর করা সম্ভব। অন্য জায়গায় বন্দর নির্মাণে বিপুল অর্থ ব্যয় না করে চট্টগ্রামের সক্ষমতা বাড়ানো গেলে পুরো অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে যাবে।"

তিনি আরও জানান, সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে রেল, সড়ক ও নৌপথের সমন্বিত যোগাযোগ নিশ্চিত করতে হবে এবং যানজট নিরসনে বাস ও রেলস্টেশন শহরের বাইরে স্থানান্তর করতে হবে। জাতীয় ঐক্য ছাড়া কোনো সরকারের পক্ষেই এককভাবে এসব লক্ষ্য অর্জন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত