ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

পাকিস্তানে এফসি সদর দপ্তরে হামলা, ছয়জন নিহ'ত

২০২৫ নভেম্বর ২৪ ১১:০৯:৫৮

পাকিস্তানে এফসি সদর দপ্তরে হামলা, ছয়জন নিহ'ত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে সোমবার আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মোট ছয়জন নিহত হয়েছেন; যাদের মধ্যে তিনজন সন্ত্রাসী এবং তিনজন আধাসামরিক সদস্য।

দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল পেশোয়ারের ফেডারেল কনস্ট্যাবুলারি (এফসি) সদর দপ্তর। সিনিয়র পুলিশ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ড. মিয়াঁ সাঈদ আহমদ জানিয়েছেন, “এফসি সদর দপ্তর হামলার মুখে পড়েছে। আমরা তৎপরতার সঙ্গে প্রতিক্রিয়া দিচ্ছি এবং পুরো এলাকা ঘিরে রেখেছি।”

মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় দুটি বিস্ফোরণের শব্দও ধরা পড়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশে। ২০২২ সালের নভেম্বরে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পুনরায় নিরাপত্তা বাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের ওপর হামলার হুমকি দেওয়ার পর থেকে এ ধরনের হামলা আরও বেড়ে গেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আন্তর্জাতিক এর অন্যান্য সংবাদ