ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

জেনোসাইডের ইঙ্গিত দেওয়ায় রিজভীর সতর্কবার্তা

২০২৫ নভেম্বর ২৩ ১৬:১৫:৩৫

জেনোসাইডের ইঙ্গিত দেওয়ায় রিজভীর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতে ইসলামীর আমীরের এক বক্তব্য জনগণের কাছে জেনোসাইডের হুমকির মতো ধরা দিতে পারে। তিনি বলেন, “জেনোসাইড শেখ হাসিনা করার চেষ্টা করেছে। ১৯৭১ সালে হানাদার বাহিনী জেনোসাইড করেছে। আপনি জেনোসাইডের হুমকি দিচ্ছেন, এটা জনগণ ভালোভাবে নেবে না। খুবই বিপজ্জনক কথা বলা হয়েছে। আমি পুরো জাতিকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”

রোববার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত “গণতন্ত্রে উত্তরণে করণীয়” শীর্ষক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন। রিজভী আরও বলেন, জামায়াতের আমীর উল্লেখ করেছেন যে নির্বাচন এবং গণভোট একসাথে হলে জেনোসাইডের আশঙ্কা থাকতে পারে। তিনি প্রশ্ন তুলেছেন, “জেনোসাইড হবে কেন? আমরা তো গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অতীতের রক্তপাত প্রতিহত করেছি। এ ধরনের আশঙ্কা দিয়ে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করা হচ্ছে।”

তিনি দেশের গণতন্ত্রের বর্তমান অবস্থার ওপরও উদ্বেগ প্রকাশ করেন। রিজভী বলেন, “আমরা এখনও পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে ব্যর্থ হয়েছি। যদি এখন ত্রুটি বা বিচ্যুতি ঘটে, তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ হবে। জনগণই নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হতে হবে। এটি ছাড়া গণতন্ত্র শক্তিশালী হবে না।”

রিজভী এআই প্রযুক্তি ব্যবহার করে বক্তব্য বিকৃত করারও বিপদ সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, “কেউ বক্তব্য রাখল, কিন্তু তা মানতে না পেরে আরেকজন এআই দিয়ে বিকৃত করেছে এবং অশ্লীলভাবে পরিবেশন করেছে। এটি ফানি মনে হলেও, গণতন্ত্রের জন্য এটি হুমকি। প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত করার জন্য এআই ব্যবহার করা হচ্ছে।”

তিনি জামায়াতে ইসলামীর নেতা ও অন্যান্য রাজনৈতিক নেতাদের বক্তব্যকেও গণতান্ত্রিক শৃঙ্খলার জন্য বিপজ্জনক হিসেবে উল্লেখ করেন।

রিজভী বলেন, “কিছু রাজনৈতিক নেতা বলেছেন যে প্রশাসন তাদের কথা শুনবে ও মেনে চলবে। এটি গণতন্ত্রের বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এমন কথার মাধ্যমে নতুন ধরনের দানবীয় শাসনের ইঙ্গিত দেওয়া হচ্ছে। যা রাষ্ট্র ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর।”

সেমিনারে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত