ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

গণতন্ত্রের পথে ফিরে আসতে সব দলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান

২০২৫ নভেম্বর ১৯ ১৫:৩২:০৪

গণতন্ত্রের পথে ফিরে আসতে সব দলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান

নিজস্ব প্রতিবেদক :বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ‘মব ভায়োলেন্স’ বা গণজমায়েত ও সহিংসতা থেকে দূরে সরে আসতে হবে।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনীতে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় দেওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মবক্রেসি বা সহিংসতা তৈরি করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য আশঙ্কাজনক।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই রায়ের গুরুত্ব কমিয়ে দেখাতে বিশেষ কোনো মহল ভিন্ন দিকে মনোযোগ সরানোর চেষ্টা করছে। তাই রাজনৈতিক দলগুলোকে এই বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না দিতে হলে গণতন্ত্রের পথে ফিরে আসা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনঃগঠন করা প্রয়োজন।

ফখরুল এ সময় বিএনপিসহ সব গণতন্ত্রপ্রেমীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এককভাবে সংস্কারের দাবি করা সংকীর্ণ ধারণা, তবে বিএনপি দীর্ঘদিন ধরে এ সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলছে।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে দেশ একটি ট্রানজিশনাল পর্যায়ে রয়েছে। নির্বাচনের ঘোষণা এসেছে, তবে শিডিউল এখনও নির্ধারিত হয়নি। তিনি মনে করেন, নির্বাচনই শেষ নয়, বরং এর মাধ্যমে গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা এবং টেকসই রাষ্ট্র গঠনের ভিত্তি তৈরি করা সম্ভব। এজন্য বিচার বিভাগ, সংসদ, গণমাধ্যম ও প্রশাসনকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন দলের অন্যান্য নেতা ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা, যাদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, সাইফুল হক, অধ্যাপক বি এম নাগিব হোসেন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুল মোনায়েম মুন্না, ফরিদুজ্জামান ফরহাদ এবং বইয়ের সম্পাদক বাবুল তালুকদার। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের মুদ্রা বিনিময় হার (১৯ নভেম্বর)

আজকের মুদ্রা বিনিময় হার (১৯ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বিশ্বব্যাপী সম্প্রসারিত হওয়ায় মুদ্রা বিনিময়ের চাহিদাও দিন দিন বাড়ছে। লেনদেন সহজ করতে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে... বিস্তারিত