ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলল এনসিপি

২০২৫ নভেম্বর ১৯ ১৫:০০:৫২

ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলল এনসিপি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের খসড়া আচরণবিধি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একের পর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। দলটি অভিযোগ করেছে, আচরণবিধির অস্পষ্টতা, তদন্ত প্রক্রিয়ার ধোঁয়াশা, প্রচারসামগ্রীর কঠোর বিধিনিষেধ ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা ইসির কার্যকারিতা প্রভাবিত করছে। এছাড়া তরুণ ভোটার, প্রবাসী ভোটার, সাইবার নিরাপত্তা এবং গণভোটের সুষ্ঠু বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশও এনসিপি উত্থাপন করেছে।

বুধবার নির্বাচন ভবনে ইসির সঙ্গে সংলাপে বসে এনসিপি এই উদ্বেগ প্রকাশ করে। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সভাপতিত্বে উপস্থিত ছিলেন অন্যান্য চার কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দল যেন নিজের প্রতীকেই জোট করলেও ভোটে ইসির সিদ্ধান্তে অটল থাকে। তিনি বলেন, ‘যেসব ভোটার ১৮ বছর পূর্ণ করবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। গণভোটের প্রক্রিয়া এবং প্রস্তুতির বিষয়গুলো স্পষ্টভাবে জানানো হলে আমরা সমর্থন করতে পারবো।’

এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা খসড়া আচরণবিধি প্রণয়নকারীদের ভোট প্রক্রিয়ার বাস্তব অভিজ্ঞতার অভাব উল্লেখ করে বলেন, আচরণবিধি নিপীড়নমূলক আইন হিসেবে প্রযোজ্য হতে পারে। তিনি অভিযোগ করেছেন, কোথায় লঙ্ঘন হলে কোন তদন্ত কমিটি কাজ করবে, কমিশন অভিযোগ কীভাবে গ্রহণ করবে এবং প্রার্থিতা বাতিল প্রক্রিয়া কত সময়ের মধ্যে সম্পন্ন হবে সবই অস্পষ্ট।

মুসা আরও বলেন, প্লাস্টিক নিষিদ্ধ করে ছট বা কাপড়ের ব্যানার-ফেস্টুনের নির্দেশনা স্বতন্ত্র প্রার্থীদের জন্য বাস্তবসম্মত নয়। দলের প্রধান ছাড়া অন্য কারও ছবি ব্যবহার না করার বিধান কার্যকর হলে ইসির সক্ষমতা প্রমাণিত হবে। তিনি বাজেট সীমার মধ্যে বড় বিলবোর্ড তৈরি করা কঠিন উল্লেখ করে প্রতিযোগিতার ভারসাম্য রক্ষার বিষয়টিও তুলে ধরেন।

তাছাড়া, মাইকের ৬০ ডেসিবেল শব্দ সীমা নিয়ন্ত্রণ করা হলেও তা পরিমাপের যথাযথ যন্ত্র মাঠে নেই। নির্বাচনী সহিংসতা ও অস্ত্র নিয়ন্ত্রণ এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ইসির সক্ষমতা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে।

এনসিপি প্রস্তাব দিয়েছে, তরুণ প্রার্থীদের সুযোগ বৃদ্ধির জন্য মন্ত্রী, এমপি ও প্রভাবশালীদেরও বিতর্কে আনা উচিত। প্রবাসী ভোটারদের জন্য সময়সীমা ১৯ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো, নিবন্ধনের সময় এনআইডি বা পাসপোর্টের স্ক্যানের পাশাপাশি ম্যানুয়াল তথ্য গ্রহণ এবং ২৪ ঘণ্টার হেল্পলাইন চালুর বিষয়গুলোও সুপারিশ করা হয়েছে। নারীদের বিরুদ্ধে অপপ্রচার রোধের জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে বলেও তারা উল্লেখ করেছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের মুদ্রা বিনিময় হার (১৯ নভেম্বর)

আজকের মুদ্রা বিনিময় হার (১৯ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বিশ্বব্যাপী সম্প্রসারিত হওয়ায় মুদ্রা বিনিময়ের চাহিদাও দিন দিন বাড়ছে। লেনদেন সহজ করতে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে... বিস্তারিত