ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
শিশির মনিরের নজরে ইসির অসঙ্গতি
নিজস্ব প্রতিবেদক :জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে প্রণীত আচরণবিধির বেশ কিছু দিক নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি শিশির মনির। বিশেষ করে পোস্টার ব্যবহারের নীতি, আচরণবিধি লঙ্ঘনের শাস্তি আরোপের এখতিয়ার এবং নির্বাচনি অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা না থাকাকে তিনি উদ্বেগজনক বলে মন্তব্য করেন।
বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে শিশির মনির এসব অসংগতির বিষয়গুলো তুলে ধরেন। তার বক্তব্যে স্পষ্ট হয়, আচরণবিধির বেশ কিছু ধারার মধ্যে বৈপরীত্য রয়েছে, যা বাস্তব প্রয়োগে সমস্যা তৈরি করতে পারে।
পোস্টার ব্যবহারের ক্ষেত্রে ‘দ্বৈত নীতি’র অভিযোগ তুলে শিশির মনির বলেন, আচরণবিধির ৭(ক) উপধারায় পোস্টার ব্যবহারে সরাসরি নিষেধাজ্ঞা থাকলেও ৭(ঘ) উপধারায় পোস্টারসহ অন্যান্য প্রচারসামগ্রীর ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “একদিকে বলছেন পোস্টার ব্যবহার করা যাবে না, আবার পোস্টার সরানোর বিধিনিষেধ দিচ্ছেন কেন?”—যা তার মতে ইসির নীতির মধ্যে অসঙ্গতি তৈরি করে।
এছাড়া তিনি প্রস্তাব করেন, প্রতীক বরাদ্দের পর সব প্রার্থীর উপস্থিতিতে একই মঞ্চে ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা দেওয়ার যে বিধান আছে, সেটি শুধু ‘করতে পারবেন’ না রেখে বাধ্যতামূলক করা উচিত। তার মতে, এটি রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং নতুন প্রজন্মের কাছে উন্নত নির্বাচনি আচরণের উদাহরণ স্থাপন করবে।
শাস্তি আরোপের এখতিয়ার প্রসঙ্গে শিশির মনির ক্ষোভ প্রকাশ করে বলেন, আচরণবিধিতে ছয় মাসের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানার বিধান থাকলেও—কে এই শাস্তি আরোপ করবে—তা স্পষ্টভাবে উল্লেখ নেই। তিনি মনে করেন, শাস্তি আরোপের কর্তৃপক্ষ বা আদালত নির্ধারণ করা আচরণবিধিতেই উল্লেখ থাকা উচিত ছিল। একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কোনো প্রার্থীর পক্ষে অন্য কেউ অপরাধ করলে নিবন্ধিত রাজনৈতিক দলকে শাস্তির আওতায় আনার বিধানও স্পষ্ট নয়।
এ ছাড়া আচরণবিধির ২৬ ধারায় উল্লেখিত নির্বাচন-পূর্ব অনিয়ম সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের দাবি জানান তিনি। তার মতে, অভিযোগ নিষ্পত্তির জন্য ইসির বাধ্যতামূলক সময়সীমা না থাকলে অভিযোগকারীরা অনিশ্চয়তার মধ্যে পড়ে। তিনি বলেন, “কমপ্লেইন দিলে কত ঘণ্টা বা কত দিনের মধ্যে নিষ্পত্তি করবেন—এটা বাধ্যতামূলক হওয়া উচিত।” তার দাবি, শত শত অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে হলে একটি নির্দিষ্ট সময়সীমা অত্যন্ত জরুরি।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- ভারত বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ :জানুন সময়সূচি-সরাসরি(LIVE) দেখার উপায়
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: বিস্তারিত-যেভাবে দেখবেন LIVE
- শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- ভারত বনাম বাংলাদেশ: শুরুতেই লিড নিল হামজারা, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম টেস্ট শেষ, জানুন ফলাফল