ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

সেন্ট্রাল ইউনিভার্সিটির সংকট নিয়ে যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

আসাদুজ্জামান
আসাদুজ্জামান

রিপোর্টার

২০২৫ নভেম্বর ১৮ ১৬:৩৮:৫৪

সেন্ট্রাল ইউনিভার্সিটির সংকট নিয়ে যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৫ চূড়ান্তকরণ এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া কিছুটা সময়সাপেক্ষ। তবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সচেতন ও সক্রিয় রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৩ নভেম্বর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ঢাকা মহানগরের সাতটি সরকারি কলেজের সমন্বয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। সংশ্লিষ্ট কলেজগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।

নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো মানসম্মত শিক্ষা প্রদান, সময়মতো পরীক্ষা গ্রহণ এবং ফল প্রকাশ নিশ্চিত করা। সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদা ও সুবিধাকে প্রাধান্য দিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) খসড়া অধ্যাদেশ প্রণয়ন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রেরণ করেছে।

খসড়া অধ্যাদেশটি ২৪ সেপ্টেম্বর বিভাগীয় ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং অংশীজন ও সর্বসাধারণের মতামত আহবান করা হয়। শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজনদের কাছ থেকে পাঁচ হাজারেরও বেশি মতামত পাওয়া যায়। অনলাইন ও সরাসরি মতামত গ্রহণের পাশাপাশি তিনটি মতবিনিময় সভা আয়োজন করা হয়। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামতও নেওয়া হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশ চূড়ান্তকরণ কিছুটা সময়সাপেক্ষ হলেও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে কোনো বিঘ্ন সৃষ্টি না হওয়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একজন অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি, রেজিস্ট্রেশন ও ক্লাস পরিচালনার জন্য সাত কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অংশগ্রহণে ১১ নভেম্বর একটি সভা অনুষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তী প্রশাসন পরিচালনার জন্য অপারেশন ম্যানুয়েলও অনুমোদন করা হয়েছে। এর ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ২৩ নভেম্বর ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজগুলোর স্বাতন্ত্র্য, শিক্ষক-কর্মকর্তাদের পদ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার বিষয়গুলো বিবেচনায় রেখে অধ্যাদেশের খসড়া পুনর্মূল্যায়ন ও পরিমার্জন করা হবে। মন্ত্রণালয় আশা করছে, সর্বমহলে গ্রহণযোগ্য ও সমন্বিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষা জীবন এবং সামগ্রিক শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে সকলকে সচেতন থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছে। ব্যক্তিগত ধারণা, অসম্পূর্ণ তথ্য বা গুজবের ভিত্তিতে বিভ্রান্তি বা দ্বন্দ্ব সৃষ্টি না করার জন্য সবাইকে দায়িত্বশীল আচরণের পরামর্শও দেওয়া হয়েছে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শিক্ষা এর অন্যান্য সংবাদ