ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২
৬৭ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি শিগগিরই
নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক স্বল্পতা দূর করতে বড় ধরনের নিয়োগের প্রস্তুতি নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৬৭ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে খুব শীঘ্রই ‘সপ্তম গণবিজ্ঞপ্তি’ প্রকাশ করতে যাচ্ছে সংস্থাটি।
রোববার (৪ জানুয়ারি) এনটিআরসিএর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে। বর্তমানে কিছু দাপ্তরিক ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে, যা শেষ হলেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাঠ পর্যায় থেকে আসা চাহিদার ভিত্তিতে যাচাই-বাছাই শেষে মোট ৬৭ হাজার ২০৮টি শূন্য পদের বিপরীতে এই নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে প্রাথমিকভাবে ৭২ হাজার শূন্য পদের চাহিদা পাওয়া গেলেও চূড়ান্ত যাচাইয়ে তা কিছুটা কমেছে। অনুমোদিত পদের মধ্যে স্কুল ও কলেজে ৩০ হাজার ২৭৯টি, মাদ্রাসায় ৪০ হাজার ৮৩৮টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৯১টি পদ থাকার কথা রয়েছে।
এনটিআরসিএ চেয়ারম্যান আরও উল্লেখ করেন যে, চূড়ান্ত বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা সামান্য পরিবর্তিত হতে পারে। উল্লেখ্য, এনটিআরসিএ সর্বশেষ গত বছরের ১৬ জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, যার আওতায় ৪১ হাজার ৬২৬ জন শিক্ষককে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। ২০১৫ সাল থেকে এনটিআরসিএ কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছে এবং এ পর্যন্ত ১ লাখ ৭৪ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের চূড়ান্ত কাজ সম্পন্ন করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে ঢাকা বনাম চট্টগ্রামের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেটে মুখোমুখি সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স-দেখুন সরাসরি (LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালসের খেলা শেষ-জেনে নিন ফলাফল
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- চট্টগ্রাম বনাম ঢাকা: ১০ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- ইপিএস প্রকাশ করেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- সিলেট বনাম রংপুর: ৬ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ জানুয়ারি)