ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

বেগম খালেদা জিয়ার স্মরণে ঢাবিতে খোলা হয়েছে শোক বই

২০২৬ জানুয়ারি ০৪ ১৮:৪৪:১৩

বেগম খালেদা জিয়ার স্মরণে ঢাবিতে খোলা হয়েছে শোক বই

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐক্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ রবিবার একটি শোক বই খোলা হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যবৃন্দ, সাবেক প্রো-উপাচার্যবৃন্দ, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ এবং বিশিষ্ট শিক্ষাবিদগণ আজ এই শোক বইয়ে স্বাক্ষর করেছেন।

আগামী ৬ জানুয়ারি পর্যন্ত এই শোক বইয়ে স্বাক্ষর করা যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই শোক বই প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে রাখা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত