ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

৯ম পে স্কেল বিষয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চাইলেন কর্মচারীরা

২০২৬ জানুয়ারি ০৫ ১৫:০৭:৩৩

৯ম পে স্কেল বিষয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চাইলেন কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীরা বৈষম্যমুক্ত ৯ম পে স্কেলের বিষয়ে মতবিনিময় করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চেয়ে আবেদন করেছেন। সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির আহ্বায়ক ইসহাক কবীরের নেতৃত্বে ৮-১০ জনের একটি প্রতিনিধি দল এ আবেদন সিভিল সার্ভিস ফাউন্ডেশনের (CSF) কাছে জমা দেন। অনুমতি মিললে শিগগিরই সাক্ষাৎ সম্ভব হবে বলে তারা জানিয়েছেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদটি সচিবালয়ের বাইরে দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের সব কর্মচারী সংগঠনের সমন্বয়ে গঠিত। এতে শিক্ষক-কর্মচারিসহ মোট ২২ লাখ সরকারি কর্মচারী যুক্ত আছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সরকারি কর্মচারীরা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন।

সংগঠনটি উল্লেখ করেছে, ২০১৫ সালে প্রদত্ত বৈষম্যমূলক পে স্কেলের কারণে দীর্ঘদিন ধরে তারা বৈষম্য নিরসনের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তবে পূর্ববর্তী সরকার দাবি পূরণের পরিবর্তে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জুলুম ও অত্যাচার চালিয়েছে। বর্তমান বাজারমূল্যের ঊর্ধ্বমুখী প্রভাব, সেবা খাতের ব্যয় বৃদ্ধি ও পরিবার পরিচালনার ব্যয় বৃদ্ধির কারণে ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারীদের জীবনযাত্রা মানবেতর হয়ে পড়েছে।

অতএব, প্রজাতন্ত্রের কর্মচারীরা নিম্নোক্ত ৭ দফা দাবিসমূহ তুলে ধরার জন্য সাক্ষাৎ চেয়ে আবেদন করেছেন। এ দাবিগুলো হলো:

১:৪ অনুপাতে ১২ ধাপে সর্বনিম্ন ৩৫ হাজার টাকায় বৈষম্যহীন ৯ম পে স্কেল বাস্তবায়ন।

যাদের বেতন ইতিমধ্যেই শেষ ধাপে উন্নীত, তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করা।

২০১৫ সালে পে-স্কেলের গেজেট প্রত্যাহারকৃত তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং বেতন জ্যেষ্ঠতা পুনঃস্থাপন।

সব স্বায়তশাসিত প্রতিষ্ঠানে গ্রাচ্যুইটি ও পেনশন প্রবর্তন, বিদ্যমান গ্রাচ্যুইটি/আনুতোষিকের হার ১০০ শতাংশ নির্ধারণ, পেনশন গ্রাচ্যুইটি ৫০০ টাকা।

ব্লক পোস্ট ও সকল পদে কর্মরতদের প্রতি ৫ বছর পর পদোন্নতি, অধঃস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় হিসেবে গণ্য করা।

টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদ মর্যাদা, বেতন স্কেলের শেষ ধাপে উন্নীত কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা।

বাজারমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতি বিবেচনা করে ভাতাদি পুনঃনির্ধারণ, রেশন ব্যবস্থা প্রবর্তন, চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর ও অবসরের বয়স ৬২ বছর নির্ধারণ।

এছাড়া, উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদধারীদের প্রকল্পকাল গণনা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদানের সুযোগ না থাকা সংক্রান্ত বৈষম্য মূলক আদেশ বাতিল করারও দাবি করা হয়েছে।

সরকারি কর্মচারীরা উল্লেখ করেছেন, বিএনপির সর্বোচ্চ অভিভাবক হিসেবে মানবিক ও দায়িত্বশীল তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবিসমূহ উপস্থাপন করতে চায় তারা। এছাড়া সাক্ষাৎকারের নির্দিষ্ট তারিখ ও সময় প্রদানের জন্য আবেদন জানিয়েছে প্রতিনিধি দল।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত