ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

‘মনোনয়নপত্র বাতিল করার বিরুদ্ধে যে কোনো প্রার্থী আপিল করতে পারবে’

২০২৬ জানুয়ারি ০৫ ১৪:১০:৪২

‘মনোনয়নপত্র বাতিল করার বিরুদ্ধে যে কোনো প্রার্থী আপিল করতে পারবে’

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে গত ৪ জানুয়ারি। আজ সোমবার আপিল প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, হলফনামায় মিথ্যা তথ্য থাকা সত্ত্বেও বৈধতা পেতে চাইলে প্রার্থীরা অভিযোগ করতে পারবেন।

সোমবার (৫ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল আবেদন দাখিলের বুথ পরিদর্শন করতে এসে এই আহ্বান জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, “বাছাইয়ে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে যে কোনো সংক্ষুব্ধ প্রার্থী বা ব্যক্তি আপিল করতে পারবেন।”

তিনি আরও জানান, হলফনামা জমা দেওয়ার সময় কেউ বাধাপ্রাপ্ত হলে সেটিও অভিযোগ হিসেবে বিবেচনা করা হবে। “বিভিন্ন কারণে মানুষ সংক্ষুব্ধ হতে পারে। সকল অভিযোগ আমরা শুনানিতে নেব। এছাড়া, কেউ যদি দ্বৈত নাগরিক হয়, তারও অভিযোগ আসার সম্ভাবনা রয়েছে,” বলেও যোগ করেন সচিব।

ইসি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সংসদ নির্বাচনের জন্য মোট ৩,৪০৬টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে ২,৫৬৮টি জমা পড়েছে। বাছাই শেষে ১,৮৪২টি বৈধ ঘোষিত হয়েছে, আর ৭২৩টি বাতিল হয়েছে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। এরপর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই-বাছাই করেছেন। আপিলের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০-১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত