ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

বাড়ছে জুনিয়র বৃত্তির সংখ্যা, টাকার অংক হচ্ছে দ্বিগুণ

২০২৬ জানুয়ারি ০৩ ১৩:০২:২০

বাড়ছে জুনিয়র বৃত্তির সংখ্যা, টাকার অংক হচ্ছে দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক: দেশের নিম্ন মাধ্যমিক স্তরের মেধাবী শিক্ষার্থীদের জন্য বড় ধরনের আর্থিক প্রণোদনার উদ্যোগ নিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ‘জুনিয়র বৃত্তি’র সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি এবং বৃত্তির টাকার পরিমাণ দ্বিগুণ করার একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বাজারদরের সঙ্গে সংগতি রেখে শিক্ষার্থীদের পড়াশোনার পথ মসৃণ করতে এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মাউশির প্রস্তাবনা অনুযায়ী, বর্তমানে সারা দেশে ৪৬ হাজার ২০০ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পেয়ে থাকে। নতুন প্রস্তাব অনুমোদিত হলে আরও ৯ হাজার ২৪০ জন শিক্ষার্থী এই বৃত্তির আওতায় আসবে, যার ফলে মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াবে ৫৫ হাজার ৪৪০ জনে। এর মধ্যে ১৭ হাজার ৬৪০ জন ট্যালেন্টপুলে এবং ৩৭ হাজার ৮০০ জন সাধারণ কোটায় বৃত্তি পাবে।

খসড়া প্রস্তাব অনুযায়ী, ট্যালেন্টপুলে মাসিক ভাতা ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৯০০ টাকা এবং বার্ষিক এককালীন অনুদান ৫৬০ টাকার পরিবর্তে ১ হাজার ১২০ টাকা করার কথা বলা হয়েছে। এতে একজন শিক্ষার্থী বছরে মোট ১১ হাজার ৯২০ টাকা পাবে। অন্যদিকে, সাধারণ কোটায় মাসিক ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা এবং বার্ষিক এককালীন অনুদান ৩৫০ টাকার বদলে ৭০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এই সুবিধা এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত দুই বছর ভোগ করা যাবে।

কেন এই পরিবর্তন?

মাউশি জানিয়েছে, ২০১৫-১৬ অর্থবছরের পর দীর্ঘ ৯ বছর ধরে বৃত্তির হার অপরিবর্তিত রয়েছে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আগের বরাদ্দ শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নয়। শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং ঝরে পড়া রোধে এই আর্থিক সহায়তা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব সাইদুর রহমান জানান, মাউশির প্রস্তাবটি বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। নীতিগত অনুমোদন পেলে বাজেটের জন্য অর্থ বিভাগে পাঠানো হবে। শুধু জুনিয়র বৃত্তিই নয়, সরকার এসএসসি, এইচএসসি এবং স্নাতক পর্যায়ের বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণও আনুপাতিক হারে বাড়ানোর পরিকল্পনা করছে।

উল্লেখ্য, এই নতুন হার কার্যকর হলে সরকারের প্রতি দুই বছরে অতিরিক্ত প্রায় ৫৯ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় হবে। অর্থ মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেলেই দ্রুত এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হবে বলে আশা করা হচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত