ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

পোশাক রপ্তানিতে ভাটা, ৬ মাসে কমেছে ২ শতাংশের বেশি

২০২৬ জানুয়ারি ০৪ ২১:৩৪:৫৮

পোশাক রপ্তানিতে ভাটা, ৬ মাসে কমেছে ২ শতাংশের বেশি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের তৈরি পোশাক খাতের রপ্তানি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে সামান্য ভাটা খেয়েছে। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে রপ্তানি আয় কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৬ কোটি ৫৪ লাখ ডলার, যা ২০২৪ সালের একই সময়ের ১ হাজার ৯৮৮ কোটি ৭৭ লাখ ডলারের তুলনায় ২.৬৩ শতাংশ কম।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সাম্প্রতিক হালনাগাদ তথ্যে দেখা গেছে, নিট পোশাক রপ্তানি এই সময়ে ১ হাজার ৪৮ কোটি ৮১ লাখ ডলার হয়েছে। আগের বছরের একই সময়ে এটি ছিল ১ হাজার ৮৩ কোটি ৭৪ লাখ ডলার, যা ৩.২২ শতাংশ কমেছে।

ওভেন পোশাক রপ্তানি ৮৮৭ কোটি ৭৪ লাখ ডলার, যা আগের বছরের ৯০৫ কোটি ৩ লাখ ডলারের তুলনায় ১.৯১ শতাংশ হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক মন্দা ও উচ্চ মূল্যস্ফীতি, দেশের রাজনৈতিক অনিশ্চয়তা এবং মার্কিন শুল্কনীতি মিলিতভাবে রপ্তানিতে প্রভাব ফেলেছে।

ডিসেম্বর ২০২৫ মাসে দেশের মোট পোশাক রপ্তানি ৩২৩ কোটি ৪১ লাখ ডলার হয়েছে। এর মধ্যে নিট পোশাক রপ্তানি ১৬৩ কোটি ১৮ লাখ ডলার এবং ওভেন পোশাক ১৬০ কোটি ২৪ লাখ ডলার। আগের বছরের ডিসেম্বরের তুলনায় রপ্তানি ১৪.২৩ শতাংশ কমেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমার কারণে অর্ডারও কমেছে। পাশাপাশি ভারত ও চীনের ব্যবসায়ী ইউরোপের বাজারে কম দামে পোশাক সরবরাহ করার ফলে বাংলাদেশের রপ্তানি হ্রাস পেয়েছে। এ ছাড়া দেশের অভ্যন্তরীণ অনিশ্চয়তাও আন্তর্জাতিক ক্রেতাদের নতুন অর্ডার দিতে দ্বিধাগ্রস্ত করেছে।

তবু পুরো বছরের হিসাবে সামান্য আশা জাগানো প্রবৃদ্ধি দেখা গেছে। বছরের প্রথম ছয় মাসের কমতি কাটিয়ে ২০২৫ সালে বাংলাদেশের মোট পোশাক রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৮২ কোটি ৪৭ লাখ ডলার। ২০২৪ সালে এটি ছিল ৩ হাজার ৮৪৮ কোটি ২১ লাখ ডলার। অর্থাৎ পুরো বছর শেষে রপ্তানি বেড়েছে ৩৪ কোটি ২৬ লাখ ডলার বা ০.৮৯ শতাংশ।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত