ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১০ শতাংশ

২০২৬ জানুয়ারি ০৪ ২২:৫৫:২৮

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) রাত ১০টার পর আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবারের পরীক্ষায় বড় ধরনের বিপর্যয় লক্ষ্য করা গেছে; যেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৯০ শতাংশই অকৃতকার্য হয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে অথবা তাঁদের প্রবেশপত্রে দেওয়া নির্দেশনা অনুযায়ী মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে মোট ৩৪ হাজার ৬২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়াই করেছেন ৩২ জন পরীক্ষার্থী। বিপুল এই পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১০ শতাংশ শিক্ষার্থী ন্যূনতম পাস নম্বর অর্জন করতে সক্ষম হয়েছেন।

আসন বণ্টনের তথ্যমতে, মোট ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন সংরক্ষিত রয়েছে।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর ঢাকা মহানগরীসহ দেশের আরও চারটি বিভাগীয় শহরে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। কঠোর নিরাপত্তা ও তদারকির মধ্য দিয়ে পরীক্ষা সম্পন্ন হওয়ার পর আজ এর চূড়ান্ত ফল প্রকাশ করা হলো।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত