ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

রপ্তানিতে বড় ধাক্কা, ডিসেম্বরে আয় কমল ১৪ শতাংশ

২০২৬ জানুয়ারি ০৪ ২০:৪৪:৩৬

রপ্তানিতে বড় ধাক্কা, ডিসেম্বরে আয় কমল ১৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: বছরের শেষ মাসে এসে বাংলাদেশের রপ্তানি আয়ে স্পষ্ট ধাক্কার ইঙ্গিত মিলেছে। বৈশ্বিক মন্দা ও বাজার সংকোচনের প্রভাবে ২০২৫ সালের ডিসেম্বর মাসে দেশের রপ্তানি আয় উল্লেখযোগ্য হারে কমে গেছে, যা অর্থনীতির সামগ্রিক গতিপথ নিয়ে নতুন করে ভাবনার জন্ম দিয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্যে দেখা যায়, ২০২৫ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলারে। আগের বছরের একই সময়ে এই আয় ছিল ৪ দশমিক ৬২ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি আয় কমেছে ১৪ দশমিক ২৫ শতাংশ।

রোববার (৪ জানুয়ারি) প্রকাশিত ইপিবির প্রতিবেদনে জানানো হয়, ডিসেম্বর মাসে রপ্তানির এই পতন মূলত আগের বছরের তুলনামূলক উচ্চ ভিত্তি এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা হ্রাসের ফল।

তবে পুরো অর্থবছরের প্রাথমিক চিত্রেও স্বস্তির খুব একটা কারণ নেই। চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে, অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশের মোট রপ্তানি আয় হয়েছে ২৩ হাজার ৯৯৮ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার।

এই আয় আগের অর্থবছরের একই সময়ের ২৪,৫৩৩.৫০ মিলিয়ন ডলারের তুলনায় ২ দশমিক ১৯ শতাংশ কম। অর্থনীতিবিদরা বলছেন, এই প্রবণতা দীর্ঘস্থায়ী হলে বৈদেশিক মুদ্রা আয় ও সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যের ওপর চাপ বাড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, রপ্তানি খাতকে চাঙা রাখতে নতুন বাজার অনুসন্ধান, পণ্যের বৈচিত্র্য বাড়ানো এবং নীতিগত সহায়তা জোরদার করা এখন সময়ের দাবি।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত