ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

আজকের বাজারে স্বর্ণের দাম (৫ জানুয়ারি)

২০২৬ জানুয়ারি ০৫ ১০:৪৩:০৯

আজকের বাজারে স্বর্ণের দাম (৫ জানুয়ারি)

নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের শুরুতেই স্বর্ণের বাজারে আবারও দামের ঝাঁকুনি লাগল। কয়েক দিনের ব্যবধানে ফের বাড়ানো হলো স্বর্ণের মূল্য, যা সাধারণ ক্রেতা ও বিনিয়োগকারীদের দুশ্চিন্তা বাড়িয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভালো মানের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

বাজুস জানায়, রোববার (৪ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই মূল্য ঘোষণা করা হয়। ঘোষিত নতুন দাম অনুযায়ী সোমবার (৫ জানুয়ারি) থেকে দেশের বাজারে স্বর্ণ বিক্রি শুরু হবে।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। এর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভরিতে ৫২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৫৪১ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩০৭ টাকায়, ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা অপরিবর্তিত রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত