ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ২য় টেস্ট: কবে, কখন, কোথায়-দেখুন সময়সূচি

২০২৫ নভেম্বর ১৮ ০০:৪১:০৩

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ২য় টেস্ট: কবে, কখন, কোথায়-দেখুন সময়সূচি

সরকার ফারাবী: আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (২০২৫/২৬)-এর এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে যাচ্ছে ২২ নভেম্বর থেকে। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার এই সিরিজের দ্বিতীয় ও নির্ণায়ক টেস্ট ম্যাচটি (Test No. 2609) অনুষ্ঠিত হবে গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে। পাঁচদিনের এই ম্যাচ চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত।

প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হওয়ায় সিরিজে পিছিয়ে পড়ে ভারত। ফলে সিরিজ সমতায় ফেরাতে শুভমান গিলের নেতৃত্বাধীন দলের জন্য এই ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। বিপরীতে, প্রথম ম্যাচ জিতে উৎসাহে থাকা দক্ষিণ আফ্রিকা চাইবে এই ম্যাচেই সিরিজ নিজেদের করে নিতে। দুই দলের সমানভাবে সিরিজে টিকে থাকার লড়াইকে ঘিরে এখন ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা তুঙ্গে।

ম্যাচের সময়সূচি ও ভেন্যুর তথ্য

সিরিজ: সাউথ আফ্রিকা ট্যুর অব ইন্ডিয়া

মাঠ: বারসাপারা ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি

তারিখ: ২২ নভেম্বর – ২৬ নভেম্বর, ২০২৫

প্রতিদিন খেলা শুরু: সকাল ৯:৩০ (স্থানীয় সময়), বাংলাদেশ সময় সকাল ১০:০০

দিনের সেশনভিত্তিক সময়সূচি

শুরু: সকাল ৯:০০

টি ব্রেক: ১১:০০ – ১১:২০

লাঞ্চ: ১৩:২০ – ১৪:০০

দিনের খেলা শেষ: বিকেল ৪:০০

বারসাপারার এই টেস্ট ভারত কি ঘুরে দাঁড়াবে, নাকি দক্ষিণ আফ্রিকা আরও অগ্রগতি নিশ্চিত করবে এটাই এখন বড় প্রশ্ন।

ট্যাগ: shubman gill india vs south africa ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ক্রিকেট লাইভ শুভমান গিল India cricket news Cricket Updates আজকের খেলার সময় India Test Squad South Africa Tour of India test cricket live Test cricket highlights IND vs SA Test cricket fans ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা টেস্ট আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেস্ট ম্যাচ সময়সূচি বারসাপারা ক্রিকেট স্টেডিয়াম গুয়াহাটি টেস্ট ভারত টেস্ট দল দক্ষিণ আফ্রিকা টেস্ট দল প্রোটিয়াস ক্রিকেট ভারতের ক্রিকেট খবর সাউথ আফ্রিকা সিরিজ টেস্ট ক্রিকেট আপডেট আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং টেস্ট ক্রিকেট স্কোর পাঁচ দিনের ম্যাচ ক্রিকেটফ্যান আপডেট টেস্ট সিরিজ ২০২৫ ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ ক্রিকেট ভেন্যু তথ্য দোহা ক্রিকেট নিউজ ক্রিকেট সিডিউল টেস্ট ম্যাচ ব্রেকিং ICC World Test Championship 2025 Test match schedule Barsapara Cricket Stadium Guwahati Test South Africa Test squad Proteas cricket WTC fixture cricket schedule Test match timings ICC Test ranking five-day match Test match preview live cricket info WTC 2025 match IND SA series

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত