ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

অর্থ উপদেষ্টার ফেক ভিডিও নিয়ে সতর্ক করলো অর্থ মন্ত্রণালয়

২০২৫ নভেম্বর ১৭ ১০:২১:৩৫

অর্থ উপদেষ্টার ফেক ভিডিও নিয়ে সতর্ক করলো অর্থ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ও কণ্ঠসদৃশ ভয়েস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া (ফেক) ভিডিও ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যে, একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকে প্রচারমূলক বিজ্ঞাপন বা বিভিন্ন আর্থিক প্রলোভনমূলক কনটেন্টে অর্থ উপদেষ্টার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও ছড়াচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, ভিডিওতে দেখানো বক্তব্য ও তথ্যের সঙ্গে অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টার কোনো সম্পর্ক নেই।

মন্ত্রণালয় ধারণা করছে, ভিডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে, যেখানে ভয়েস প্রদান এবং ব্যাকগ্রাউন্ডে অর্থ উপদেষ্টার ছবি ব্যবহার করা হয়েছে। এই ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে এবং অর্থ উপদেষ্টার সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ন করছে। অর্থ মন্ত্রণালয় এই ভিডিওটি অপসারণ এবং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে।

অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা দপ্তর জনসাধারণকে এ ধরনের ভুয়া ভিডিও বা খবরে বিভ্রান্ত না হতে, এড়িয়ে চলতে এবং যাচাই-বাছাই না করে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করেছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত