ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

আর্জেন্টিনা বনাম মেক্সিকো: খেলাট সরাসরি দেখুন এখানে (LIVE)

২০২৫ নভেম্বর ১৪ ২১:০৩:১৮

আর্জেন্টিনা বনাম মেক্সিকো: খেলাট সরাসরি দেখুন এখানে (LIVE)

সরকার ফারাবী: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের নকআউট পর্ব আজ পরিণত হতে যাচ্ছে উত্তেজনার এক মহামঞ্চে। রাউন্ড অফ ৩২–এর এই গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে অনূর্ধ্ব-১৭ ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা U-17 ও মেক্সিকো U-17।

নকআউট বিধির কারণে এই ম্যাচটি দুই দলের জন্যই বাঁচা–মরার সমান। আজ যারাই জয় পাবে, তারা নিশ্চিত করবে রাউন্ড অফ ১৬-এ জায়গা; আর হারলে এখানেই শেষ হবে তাদের বিশ্বকাপ অভিযান। ফলে ম্যাচটির গুরুত্ব সীমাহীন।

ম্যাচ কখন শুরু হবে?

আর্জেন্টিনা ও মেক্সিকোর মধ্যকার এই প্রতীক্ষিত লড়াইটি শুরু হবে আজ রাত ৮টা ৪৫ মিনিটে (8:45 PM)। সমর্থকদের দৃষ্টি তাই ইতোমধ্যেই ঘড়ির কাঁটার দিকে।

যেভাবে দেখবেন সরাসরি

ম্যাচটি সরাসরি লাইভ দেখতে এখানেক্লিককরুন।

দর্শকদের জন্য লাইভ দেখার অত্যন্ত সহজ উপায় রয়েছে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে—

প্ল্যাটফর্ম: FIFA+

পদ্ধতি: মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ যেকোনো ডিভাইস থেকে FIFA+ ওয়েবসাইটে প্রবেশ করে বিনামূল্যে লাইভ দেখা যাবে।

রাত ঠিক ৮টা ৪৫ মিনিটে FIFA+ এ লগইন করেই উপভোগ করা যাবে এই নকআউট যুদ্ধ। কোন দল পাবে রাউন্ড অফ ১৬–এর টিকিট সে অপেক্ষায় ফুটবলপ্রেমীরা ইতোমধ্যে উত্তেজনায় প্রহর গুনছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত