ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২

ঘনিষ্ঠদের দিয়ে ক্ষমতা হারানোর আগেই অর্থ পাচার করেছে হাসিনা: এ্যানি

২০২৫ নভেম্বর ১৪ ১৪:০৭:০৮

ঘনিষ্ঠদের দিয়ে ক্ষমতা হারানোর আগেই অর্থ পাচার করেছে হাসিনা: এ্যানি

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে নারী ভোটারদের নিয়ে আয়োজিত এক উঠান বৈঠকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করেন, ক্ষমতা হারানোর আগেই শেখ হাসিনা তার ঘনিষ্ঠজনদের বিদেশে সরিয়ে দিয়েছেন এবং বিপুল পরিমাণ অর্থ পাচারে সহায়তা করেছেন। তার দাবি আওয়ামী লীগের অনেক নেতা দেশে থেকে প্রতিকূল পরিস্থিতির মুখে পড়লেও, দলের সভাপতি নিরাপদ পথ বেছে নিয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের গৌরিনগর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ্যানি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা ‘পালাবে না’ বলে অতীতে বারবার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত দেশ ত্যাগ করেছেন। তার ভাষায়, আওয়ামী লীগের ভেতরে অনেকেই পালাতে না পারলেও, বিশাল অঙ্কের অর্থ সঙ্গে নিয়ে ঘনিষ্ঠদের আগেই নিরাপত্তায় পাঠিয়ে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী “আগে তোরা বাঁচ, আঁইতো আঁর মতো করে পালাইয়ুম” এই মন্তব্য করে তিনি সমালোচনা করেন।

এ্যানি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, নির্যাতন, গুম-খুন এবং বিদেশে অর্থ পাচারের মতো কর্মকাণ্ড মানুষের ক্ষোভ বাড়িয়েছে। মুজিব বাহিনী, লাল বাহিনী বা রক্ষীবাহিনীর মতো শক্তির অপব্যবহার করে সাধারণ মানুষকে নিরাপত্তাহীনতার মধ্যে রেখেছিল বলেও দাবি করেন তিনি।

তার বক্তব্যে এ্যানি বলেন, শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় “লকডাউন” ঘোষণা দেওয়া হয়েছে। ১৭ নভেম্বর রায় ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন, এই লকডাউনে সাধারণ মানুষের সাড়া নেই; বরং দলীয় শক্তিই সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম (এআই-চালিত) জনসমাগম দেখাচ্ছে। বাস্তবে কোনো গণসমর্থন নেই বলেও মন্তব্য করেন তিনি। তবে বিচ্ছিন্নভাবে হামলা, গাড়িতে অগ্নিসংযোগ কিংবা পেট্রোলবোমা নিক্ষেপের মতো ঘটনা ঘটছে বলে স্বীকার করেন এ্যানি।

বক্তৃতার এক পর্যায়ে তিনি উল্লেখ করেন, অতীতে শেখ হাসিনা বলেছিলেন যারা গাড়িতে আগুন দেবে, তাদের আগুনেই পুড়িয়ে দেওয়া উচিত। ওই প্রসঙ্গ টেনে এ্যানি প্রশ্ন রাখলে উপস্থিত এক নারী বলেন, ‘‘তাকে এনে আগুনে ফেলে দিতে’’। এ মন্তব্যকে তিনি “হাসিনার অতীত কর্মকাণ্ডের প্রতি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ” হিসেবে আখ্যা দেন।

এ্যানির অভিযোগ, দেশের বাইরে বসে এখনও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র চলছে এবং এসব চ্যালেঞ্জের মধ্য দিয়েই বাংলাদেশ এগোচ্ছে।

শেষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, আবুল হাশেম, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ নেতৃবৃন্দ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ