ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন(LIVE)

২০২৫ নভেম্বর ১৪ ১০:০৯:১১

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন(LIVE)

সরকার ফারাবী: ছয় বছর পর ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ফিরছে টেস্ট ক্রিকেট। আজ, শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫ থেকে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। শুভমান গিলের নেতৃত্বাধীন নতুন ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে প্রস্তুত।

খেলার সময়সূচি ও কোথায় দেখা যাবে

খেলা: প্রথম টেস্ট (১ম দিন)

তারিখ: নভেম্বর ১৪ - ১৮, ২০২৫

ভেন্যু: ইডেন গার্ডেন্স, কলকাতা

সময়: সকাল ৯:৩০ মিনিট (ভারতীয় সময়) / সকাল ৯:০০ মিনিট (টস)

কোথায় দেখবো:

সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।

টেলিভিশন: ভারতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে (Star Sports Network) ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে।

ফ্রি টেলিভশন: ডিডি স্পোর্টস (DD Sports)-এও ম্যাচটি বিনামূল্যে দেখা যেতে পারে।

লাইভ স্ট্রিমিং: অনলাইনে জিওহটস্টার (JioHotstar) অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি লাইভ স্ট্রিমিং দেখা যাবে।

দুই দলের একাদশ:

দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় দল তাদের একাদশে ঋষভ পন্ত এবং অক্ষর প্যাটেলকে ফিরিয়ে এনেছে।

ভারত; যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শুভমান গিল (অধিনায়ক),ঋষভ পন্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ,মোহাম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকা ; আইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, তেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জোর্জি, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরিয়েন (উইকেটরক্ষক), সাইমন হার্মার, মার্কো জ্যানসেন, করবিন বশ, কেশব মহারাজ।

ট্যাগ: খেলার খবর shubman gill ক্রিকেট আপডেট স্টার স্পোর্টস লাইভ স্ট্রিমিং টেস্ট ক্রিকেট শুভমান গিল Cricket Series 2025 Cricket Updates ind vs sa sa vs ind Star Sports Live Test Match Test Cricket News India vs South Africa Test IND vs SA 1st Test Eden Gardens Kolkata Temba Bavuma Rishabh Pant Comeback Jasprit Bumrah Keshav Maharaj JioHotstar Streaming IND vs SA Playing XI WTC Cycle India Test Squad South Africa Tour of India Kolkata Cricket Pitch Report Eden Cricket Breaking News Pant Return Day 1 Live Freedom Trophy south africa national cricket team vs india national cricket team match scorecard south africa vs india ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট IND vs SA প্রথম টেস্ট ইডেন গার্ডেন্স কলকাতা টেস্ট তেম্বা বাভুমা ঋষভ পন্ত প্রত্যাবর্তন জসপ্রিত বুমরাহ কেশব মহারাজ জিওহটস্টার ভারত টেস্ট একাদশ দক্ষিণ আফ্রিকা একাদশ WTC সাইকেল ইডেন টেস্ট পন্তের প্রত্যাবর্তন ক্রিকেট মহারণ প্রথম টেস্ট ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজ কলকাতা ক্রিকেট ডিডি স্পোর্টস

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত