ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো!

২০২৫ নভেম্বর ১৪ ০৯:০২:৪০

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো!

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে অনন্য ধারাবাহিকতার পরিচয় দিলেও অবশেষে লাল কার্ড এড়াতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের হয়ে ২২ বছরের যাত্রায় ২২৫ ম্যাচ খেলা এই তারকা প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচে কার্ড-শাস্তির মুখোমুখি হলেন বৃহস্পতিবারের বিশ্বকাপ বাছাইয়ে।

আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে ২-০ গোলের হতাশাজনক পরাজয়ের পাশাপাশি আরও বড় ধাক্কা আসে পর্তুগালের জন্য রোনালদোর লাল কার্ড। ম্যাচের দ্বিতীয়ার্ধে আয়ারল্যান্ড ডিফেন্ডার দারা ও’শেরাকে কনুই মেরে ফাউল করেন তিনি। মাঠের রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআর যাচাই শেষে তা বদলে যায় লাল কার্ডে। এতে বিশ্বকাপের প্রথম ম্যাচে নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়লেন এই ৪০ বছর বয়সী ফরোয়ার্ড।

এই কার্ড রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম হলেও তার সামগ্রিক ক্যারিয়ারের ১২তম লাল কার্ড। শেষবার তিনি কার্ড দেখেছিলেন সৌদি ক্লাব আল নাসরের হয়ে আল হিলালের বিপক্ষে। লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় আয়ারল্যান্ড সমর্থকদের বিদ্রূপের জবাবে ব্যঙ্গাত্মক হাততালি দিতে দেখা যায় তাকে।

ফিফার নিয়ম কী বলছে?

ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী-

গুরুতর ফাউল: ন্যূনতম দুই ম্যাচ নিষেধাজ্ঞা

সহিংস আচরণ (যেমন কনুই মারা): ন্যূনতম তিন ম্যাচ নিষেধাজ্ঞা

এই নিষেধাজ্ঞা শুধুমাত্র প্রতিযোগিতামূলক ম্যাচে কার্যকর হবে, প্রস্তুতি ম্যাচে নয়। ফলে রোনালদোর বিশ্বকাপের প্রথম ম্যাচ মিস করার শঙ্কাই বড়।

রোনালদো আগেই জানিয়েছিলেন টানা ষষ্ঠ বিশ্বকাপ খেলতে চান তিনি। আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ড্র। বাছাইপর্বে গ্রুপ এফ–এ পর্তুগাল শীর্ষে রয়েছে ১০ পয়েন্ট নিয়ে; দুই পয়েন্ট পিছিয়ে হাঙ্গেরি। আর আয়ারল্যান্ড ৭ পয়েন্টে রয়েছে তৃতীয় স্থানে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত