ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

ঝুঁকি মোকাবিলায় নতুন মাত্রা যোগ করল গ্রামীণফোন

২০২৫ নভেম্বর ১৩ ১৯:২৪:২৮

ঝুঁকি মোকাবিলায় নতুন মাত্রা যোগ করল গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ক্রমবর্ধমান সাইবার ঝুঁকি মোকাবিলায় নতুন মাত্রা যোগ করল গ্রামীণফোন। গ্রাহকদের ম্যালওয়্যার, র‍্যানসমওয়্যার ও ফিশিংসহ নানা অনলাইন হুমকি থেকে সুরক্ষা দিতে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটরটি চালু করেছে আধুনিক নিরাপত্তা সেবা ‘জিপি শিল্ড’। সিসকো প্রযুক্তিনির্ভর এই ডিএনএস-লেয়ার সিকিউরিটি সলিউশনটি বাংলাদেশে প্রথমবারের মতো কোনো মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে চালু হলো।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ডিজিটাল জীবনধারার দ্রুত প্রসারের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ব্যবহারকারীরা ক্রমেই ডেটা চুরি, ক্ষতিকর লিংক ও অনলাইন প্রতারণার ঝুঁকিতে পড়ছেন। সিসকোর বৈশ্বিক থ্রেট ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত করে গ্রামীণফোনের নেটওয়ার্কে এই হুমকি প্রতিরোধে কাজ করবে জিপি শিল্ড। এর বিশেষত্ব হলো—ব্যবহারকারীদের কোনো অ্যাপ ইনস্টল বা অতিরিক্ত সফটওয়্যার ডাউনলোড করতে হবে না; রিয়েল-টাইম সাইবার সুরক্ষা পাওয়া যাবে সরাসরি নেটওয়ার্ক পর্যায়ে। ফলে ব্রাউজিং হবে আরও নিরাপদ, সহজ ও নির্বিঘ্ন।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, গ্রাহকদের শুধু শক্তিশালী সংযোগ নয়, নিরাপদ অনলাইন অভিজ্ঞতাও আমাদের অগ্রাধিকার। ‘জিপি শিল্ড’ সেই আস্থারই প্রতিফলন। আমরা চাই, গ্রাহকরা আত্মবিশ্বাসের সঙ্গে অনলাইনে শিখুন, অনুসন্ধান করুন ও যুক্ত থাকুন।

অন্যদিকে, কোম্পানির চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ বলেন, ডিজিটাল অগ্রগতি ও ডিজিটাল নিরাপত্তা একসাথে চলা উচিত। ‘জিপি শিল্ড’ গ্রামীণফোনের দায়িত্বের ক্ষেত্রকে সংযোগের বাইরে সাইবার নিরাপত্তা ও আস্থার দিকে সম্প্রসারিত করছে। তিনি আরও বলেন, এটি ক্ষতিকর লিংকগুলো ব্যবহারকারীর কাছে পৌঁছানোর আগেই বন্ধ করবে, ফলে অনলাইন অভিজ্ঞতা হবে আরও সুরক্ষিত।

জিপি শিল্ডের মূল লক্ষ্য হলো গ্রামীণফোনের নেটওয়ার্কে সমন্বিত সাইবার সুরক্ষা নিশ্চিত করা। এর ক্যাম্পেইন বার্তা— প্রবেশ নিষিদ্ধ: আপনার নয়, ক্ষতিকর ভাইরাস ও ভুয়া লিংকের—ডিজিটাল নিরাপত্তায় গ্রামীণফোনের প্রতিরোধমূলক দৃষ্টিভঙ্গিকেই তুলে ধরে।

গ্রাহকরা এখন মাই জিপি অ্যাপের মাধ্যমে মাসিক ৫০ টাকা বা বাৎসরিক ৫০০ টাকায় এই সেবা সাবস্ক্রাইব করতে পারবেন। সহজ পেমেন্ট সুবিধা, সিসকোর বৈশ্বিক নিরাপত্তা মান ও নেটওয়ার্ক-লেভেল সুরক্ষার সমন্বয়ে এটি হয়ে উঠেছে বাংলাদেশের সবচেয়ে আধুনিক টেলকো-ইন্টিগ্রেটেড অনলাইন সিকিউরিটি সলিউশন।

শুধু দ্রুতগতির ইন্টারনেট নয়, বরং নিরাপদ ও বিশ্বস্ত ডিজিটাল সংযোগ নিশ্চিত করার অঙ্গীকারেই এগিয়ে চলেছে গ্রামীণফোন। সেই যাত্রায় ‘জিপি শিল্ড’ হচ্ছে এক যুগান্তকারী পদক্ষেপ, যা কোটি ব্যবহারকারীকে অনলাইনে আরও নির্ভয়ে সংযুক্ত থাকতে সহায়তা করবে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত