ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

ফি’লিস্তিনের যেখানে শায়িত অসংখ্য সাহাবি

২০২৫ নভেম্বর ১৩ ১৮:২০:৪২

ফি’লিস্তিনের যেখানে শায়িত অসংখ্য সাহাবি

আন্তর্জাতিক ডেস্ক :ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত প্রায় ১,৪০০ বছর পুরনো ঐতিহাসিক বাবুর রহমান কবরস্থানে ভাঙচুর চালিয়েছে একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী। এটি জেরুজালেমের প্রাচীনতম ইসলামী কবরস্থান হিসেবে পরিচিত এবং আল-আকসা মসজিদের পূর্ব প্রাচীরের পাশে অবস্থিত। বাবুল আসবাত থেকে শুরু হয়ে দক্ষিণে উমাইয়া প্রাসাদ পর্যন্ত বিস্তৃত এই কবরস্থানটি মুসলিম ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে।

এখানে সমাহিত রয়েছেন ইসলামের প্রারম্ভিক যুগের বহু সাহাবি ও মুজাহিদ, যাঁদের মধ্যে উল্লেখযোগ্য হজরত উবাদা ইবনুস সামিত (রা.) ও শাদ্দাদ ইবন আওস (রা.), যারা জেরুজালেম বিজয়ে অংশ নিয়েছিলেন।

সাম্প্রতিক ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি একে “নতুন ইহুদিকরণ অপরাধ” হিসেবে উল্লেখ করে বলেছে, এই হামলা জেরুজালেমের ইসলামী পরিচয় মুছে ফেলার ধারাবাহিক প্রচেষ্টার অংশ। হামাস আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-কে দখলদারদের এই আগ্রাসন রুখতে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

ফিলিস্তিনের উচ্চ ফতোয়া পরিষদও গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, কবর ভাঙচুর শুধু মৃতদের মর্যাদার ওপর আঘাত নয়, এটি জীবিতদের সম্মানকেও ক্ষুণ্ন করছে। পরিষদ জানায়, বাবুর রহমান কবরস্থান একটি পূর্ণাঙ্গ ওয়াকফ সম্পত্তি, যেখানে সাহাবি ও ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কবর রয়েছে।

পরিষদের অভিযোগ, ইসরায়েলি কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে কবরস্থানের ঐতিহাসিক পরিচিতি মুছে ফেলতে চাইছে এবং এর একটি অংশকে “তোরা পার্কে” রূপান্তরের চেষ্টা করছে, যা জেরুজালেমকে ইহুদিকরণের বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।

এছাড়া দখলদার বাহিনী বহু বছর ধরে সেখানে নতুন দাফনে নিষেধাজ্ঞা জারি করেছে, চারপাশে লোহার বেড়া দিয়েছে এবং নিয়মিত খনন কাজ চালাচ্ছে। এসব কর্মকাণ্ডের অংশ হিসেবে “তেলফেরিক প্রকল্প” নামের একটি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পুরোনো শহরের ইসলামী ঐতিহ্য ধ্বংসের চেষ্টা চলছে।ফিলিস্তিনিরা বলছেন, ইসরায়েলি দখলদাররা শুধু জীবিতদের নয়, মৃতদের প্রতিও সম্মান দেখাচ্ছে না—বাবুর রহমান কবরস্থানে ভাঙচুর তার জ্বলন্ত উদাহরণ।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত