ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ভোরেই রাজপথে জামায়াত

২০২৫ নভেম্বর ১৩ ০৮:৪৮:৫৫

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ভোরেই রাজপথে জামায়াত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির নামে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বৃহস্পতিবার ভোর থেকেই রাজপথে অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। ফজরের নামাজের পর থেকেই তাদেরকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়। ঢাকা-১১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমানের নেতৃত্বে সকাল সাড়ে ৬টার দিকে রামপুরা বাজার এলাকায় নেতা-কর্মীরা অবস্থান নিয়ে আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করার শ্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামপুরা ছাড়াও মালিবাগ, মগবাজার, বনানী ও মিরপুর এলাকাতেও জামায়াতের নেতা-কর্মীরা অবস্থান নেয়। তারা শান্তিপূর্ণভাবে ব্যানার-ফেস্টুন নিয়ে “দেশ বাঁচাতে ঐক্য চাই”, “নাশকতা নয়, শান্তি চাই” ইত্যাদি শ্লোগান দেন।

এর আগে বুধবার রাতে আওয়ামী লীগের নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গুলশানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। বনানী সেন্ট্রাল মসজিদের সামনে থেকে গুলশান পশ্চিম থানা জামায়াতে ইসলামী আয়োজিত ওই বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

বিক্ষোভ মিছিলটি গুলশান, বনানী, মহাখালী ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে বনানী ১১ নম্বর সড়কে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে ডা. এস এম খালিদুজ্জামান বলেন, “জুলাই হত্যাকাণ্ডসহ সব হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। যারা বিচারিক প্রক্রিয়া ব্যাহত করতে চাইছে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।”

সমাবেশে স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনীও সেখানে অবস্থান নেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।

এদিকে বুধবার রাতে আওয়ামী লীগের ‘আগুন সন্ত্রাস’ প্রতিরোধে আট দলের পক্ষ থেকে সারাদেশে রাজপথে অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে নেতারা জানান, ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে তারা সর্বস্তরের জনশক্তিসহ রাজপথে থাকবে। একইসঙ্গে দেশপ্রেমিক সব শক্তিকে রাজপথে নামার আহ্বান জানান তারা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ