ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

নির্বাচন ঘিরে বিভিন্ন মহল নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত: আমান উল্লাহ আমান

২০২৫ নভেম্বর ১২ ২১:২৪:০৭

নির্বাচন ঘিরে বিভিন্ন মহল নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত: আমান উল্লাহ আমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন মহল নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে। তিনি বলেন, উদ্দেশ্য নির্বাচন বাধাগ্রস্ত করা হলেও, আসন্ন নির্বাচনে বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই এবং কোনো ষড়যন্ত্রই কার্যকর হবে না।

বুধবার (১২ নভেম্বর) কেরাণীগঞ্জ মডেল থানাধীন হয়রতপুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজে ছাত্রদলের আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ঘোষণা দিয়েছেন যে, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন আগামী ডিসেম্বর মাসে তফসিল ঘোষণা করবে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে রাজনীতির ক্ষেত্র থেকে সরিয়ে দিয়েছে। তাই ব্যালট পেপারে আজ নৌকা মার্কা নেই, এবং ভবিষ্যতে তা থাকবে কি-না তা সন্দেহজনক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমান বলেন, কেরাণীগঞ্জ বিএনপির ঘাঁটি। এখানকার মাটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়ার পদচিহ্ন রয়েছে। আগামী নির্বাচনে সকলকে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে, যা ভবিষ্যতে প্রধানমন্ত্রী হয়ে উদ্বোধন করবেন তারেক রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, আমান উল্লাহ আমানের সহধর্মিণী সাবেরা আমান, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সহধর্মিণী ফারাবী আহম্মেদ আমান, কলেজের অধ্যক্ষ নুরুল আলম তালুকদার, সাবেক অধ্যক্ষ মো. মতিউর রহমান মতিন, কেরাণীগঞ্জ মডেল উপজেলা শাখার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাজী, বিএনপির নেতা মোজাম্মেল হোসেন, মো. নাজিম ও মো. জহির প্রমুখ।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ