ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

ফুটবলে শেষ সময় ঘনিয়ে আসছে রোনালদোর, জানালেন নিজেই

২০২৫ নভেম্বর ১২ ০৮:৫৭:৪২

ফুটবলে শেষ সময় ঘনিয়ে আসছে রোনালদোর, জানালেন নিজেই

স্পোর্টস ডেস্ক: ফুটবল দুনিয়ার সবচেয়ে উজ্জ্বল তারকাদের একজন ক্রিস্তিয়ানো রোনালদো এবার জানালেন নিজের ক্যারিয়ারের শেষ অধ্যায়ের ইঙ্গিত। জানিয়েছেন, আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপই হতে যাচ্ছে তার শেষ বিশ্ব আসর। পর্তুগিজ এই সুপারস্টার বিশ্বাস করেন, আরও দুই বছরের মধ্যেই হয়তো বিদায় নেবেন পেশাদার ফুটবল থেকে।

রিয়াদে অনুষ্ঠিত একটি পর্যটন সম্মেলনে মঙ্গলবার সিএনএনের এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, “আমার বয়স তখন ৪১ হবে, আর আমি মনে করি সেটিই হবে বড় কোনো প্রতিযোগিতায় আমার শেষ সময়।”

কখন তিনি ফুটবলকে বিদায় জানাবেন এই প্রশ্নে ৩৯ বছর বয়সী রোনালদো বলেন, “আমি এখনো মুহূর্তটা উপভোগ করছি। তবে যখন বলছি ‘শিগগিরই’, তখন সত্যিই শিগগিরই। কারণ ফুটবলের জন্য আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছি। ২৫ বছর ধরে খেলছি, অনেক রেকর্ড গড়েছি ক্লাব ও জাতীয় দলে এখন শুধু মুহূর্তটা উপভোগ করতে চাই।”

রোনালদো এখন পর্যন্ত পর্তুগালের হয়ে ১৪৩ গোল করেছেন যা আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক। একইসঙ্গে তিনিই একমাত্র পুরুষ ফুটবলার, যিনি টানা পাঁচটি বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েছেন।

২০০৬ সালে প্রথম বিশ্বকাপে অংশ নিয়েই রোনালদো পৌঁছে গিয়েছিলেন সেমিফাইনালে, যদিও ফ্রান্সের কাছে হেরে ফাইনালের স্বপ্ন পূরণ হয়নি। এরপর থেকে প্রতিটি বিশ্বকাপেই তার গোল উৎসব অব্যাহত থেকেছে।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ডের লক্ষ্য, আগামী বছর ষষ্ঠবারের মতো বিশ্বকাপে মাঠে নামা। ২০২৬ সালের ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় পর্দা উঠবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের ৪৮ দলের এই প্রতিযোগিতার মূল ড্র অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে।

তবে এখনো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেনি পর্তুগাল। বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেই নিশ্চিত হবে ২০২৬ বিশ্বকাপে তাদের জায়গা, আর তাতেই হয়তো শেষবারের মতো বিশ্বমঞ্চে দেখা যাবে রোনালদোকে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত