ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

বাংলাদেশ বনাম ভারত: ম্যাচের মাত্র ৩ মিনিটে ১৮ হাজার টিকিট হাওয়া

সরকার ফারাবী
সরকার ফারাবী

সিনিয়র রিপোর্টার

২০২৫ নভেম্বর ১০ ১৯:২৩:৫৭

বাংলাদেশ বনাম ভারত: ম্যাচের মাত্র ৩ মিনিটে ১৮ হাজার টিকিট হাওয়া

সরকার ফারাবী: দেশের ফুটবলে দীর্ঘদিন পর দেখা গেল এক রোমাঞ্চকর দৃশ্য। বাংলাদেশ ও ভারতের মধ্যকার এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তা এবার রূপ নিল বাস্তব উন্মাদনায়। অনলাইনে বিক্রির জন্য নির্ধারিত ১৮ হাজার টিকিট মাত্র তিন মিনিটে বিক্রি শেষ হয়ে গেছে!

ফুটবলপ্রেমীদের তীব্র আগ্রহই এই অভূতপূর্ব ঘটনার পেছনের প্রধান কারণ।

টিকিট বিক্রি শুরু ২টায়, শেষ ২টা ৩ মিনিটে

আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ–ভারত ম্যাচটি। ম্যাচটি নিয়মরক্ষার হলেও, দেশের ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে।

সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টায় অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম ‘কুইকেট’–এ টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু চাহিদা এতটাই বেশি ছিল যে, মাত্র তিন মিনিট পরই সব টিকিট শেষ হয়ে যায়। ওয়েবসাইটে তখন ভেসে ওঠে হতাশার বার্তা “Sold Out”।

অনেকে টিকিট কেনার চেষ্টা করেও সফল হতে না পারায়, সামাজিক মাধ্যমে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে।

টিকিটের মূল্যতালিকা: ৫০০ থেকে ৬০০০ টাকা

এই ম্যাচের জন্য ছয় ক্যাটাগরির টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছিল। মূল্য নির্ধারণ করা হয় ৫০০ টাকা থেকে ৬০০০ টাকা পর্যন্ত।

গ্যালারি আসন – ৫০০ টাকা

ক্লাব হাউস ২ ও ভিআইপি বক্স ৩ – ৩,০০০ টাকা

ভিআইপি বক্স ২ – ৪,০০০ টাকা

ক্লাব হাউস ১ – ৫,০০০ টাকা

রেড বক্স আসন – ৬,০০০ টাকা (সর্বোচ্চ মূল্য)

এছাড়া করপোরেট বক্স এবং স্কাই বক্স– এর টিকিটের মূল্য প্রকাশ করা হয়নি। এসব টিকিটের জন্য বাফুফে জানিয়েছে, আগ্রহীদের [email protected] ঠিকানায় যোগাযোগ করতে হবে।

ম্যাচের গুরুত্ব: মর্যাদার লড়াই

যদিও বাংলাদেশ ও ভারত– দুই দলই ইতোমধ্যে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে, তবুও এই ম্যাচটি মর্যাদার লড়াই হিসেবেই ধরা হচ্ছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে ঐতিহ্যবাহী এই মুখোমুখি লড়াই ঘিরে উৎসাহের পারদ ছুঁয়ে গেছে চূড়ান্তে।

ট্যাগ: বাফুফে afc asian cup qualifiers এশিয়ান কাপ বাছাই bangladesh national football team বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বনাম ভারত ফুটবল বাংলাদেশ ভারত ম্যাচ টিকিট কুইকেট টিকিট বিক্রি বাংলাদেশ ফুটবল ম্যাচ Bangladesh football news বাংলাদেশ ফুটবল নিউজ বাংলাদেশ ফুটবল আপডেট বাংলাদেশ ফুটবল ফ্যান Bangladesh football schedule AFC Asian Cup 2025 Bangladesh football updates এশিয়ান কাপ ২০২৫ Bangladesh vs India football ফুটবল ম্যাচ সময়সূচি Dhaka National Stadium Bangladesh India rivalry India national football team Bangladesh vs India tickets Bangladesh India match tickets Quicket ticket sale Bangladesh India sold out Bangladesh India match live Bangladesh India football news Bangladesh football fans India football fans Bangladesh vs India 18 November India football updates India football schedule Bangladesh football tickets Bangladesh India football match Bangladesh India live streaming Bangladesh India ticket price ভারত জাতীয় ফুটবল দল ভারত ফুটবল ম্যাচ বাংলাদেশ বনাম ভারত টিকিট ফুটবল টিকিট বিক্রি বাংলাদেশ বনাম ভারত খেলার সময় বাংলাদেশ ফুটবল সংবাদ বাংলাদেশ ভারত লাইভ ভারত ফুটবল ফ্যান বাংলাদেশ বনাম ভারত ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়াম ঢাকা বাংলাদেশ ভারত রivalry টিকিট বিক্রি খবর বাংলাদেশ ভারত ম্যাচ আপডেট

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত