ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

আজ ব্রাজিল বনাম জাম্বিয়ার খেলা: ম্যাচটি সরাসরি (LIVE) দেখার উপায়-সময়সূচি

২০২৫ নভেম্বর ১০ ১৭:৩৭:৪৪

আজ ব্রাজিল বনাম জাম্বিয়ার খেলা: ম্যাচটি সরাসরি (LIVE) দেখার উপায়-সময়সূচি

সরকার ফারাবী: ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপের গ্রুপ পর্ব আজ শেষ হতে যাচ্ছে এক উত্তেজনাপূর্ণ ম্যাচের মাধ্যমে। গ্রুপ ‘এইচ’-এর শীর্ষ দুই দল, ব্রাজিল অনূর্ধ্ব–১৭ ও জাম্বিয়া অনূর্ধ্ব–১৭ আজ মাঠে নামছে একে অপরের বিপক্ষে। যদিও উভয় দলই ইতিমধ্যে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে, তবে আজকের ম্যাচই নির্ধারণ করবে কে হবে গ্রুপের চ্যাম্পিয়ন।

গ্রুপ সেরার সমীকরণ

দুই দলই এখন পর্যন্ত সমান দুই ম্যাচে জয় পেয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে গোল পার্থক্যের দিক থেকে ব্রাজিল অনেকটা এগিয়ে। এখন পর্যন্ত তারা প্রতিপক্ষের জালে ১১টি গোল পাঠিয়েছে এবং কোনো গোল হজম করেনি, ফলে তাদের গোল পার্থক্য +১১। অন্যদিকে, জাম্বিয়া করেছে ৮ গোল, হজম করেছে ৩টি, ফলে তাদের পার্থক্য +৫।

সমীকরণটি সহজ —

যে দল আজ জিতবে, তারাই হবে গ্রুপ চ্যাম্পিয়ন। আর ম্যাচটি যদি ড্র হয়, তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় ব্রাজিলই শীর্ষস্থান ধরে রাখবে।

গ্রুপের অন্যান্য দল

গ্রুপ ‘এইচ’-এর বাকি দুই দল ইন্দোনেশিয়া অনূর্ধ্ব–১৭ ও হন্ডুরাস অনূর্ধ্ব–১৭ এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি। ফলে আজকের ম্যাচে ব্রাজিল ও জাম্বিয়ার মুখোমুখি লড়াইটাই হবে গ্রুপ সেরা নির্ধারণের একমাত্র সুযোগ।

ম্যাচের সময়সূচি ও ভেন্যু

তারিখ: আজ

সময়: রাত ৮টা ৪৫ মিনিট (বাংলাদেশ সময়)

ভেন্যু: Aspire Zone - Pitch 4

কোথায় দেখবেন ম্যাচটি?

বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন এই ম্যাচের লাইভ সম্প্রচার।

ফিফা+ টিভি (FIFA+ TV) প্ল্যাটফর্মে ম্যাচটি সরাসরি দেখা যাবে রাত ৮টা ৪৫ মিনিট থেকে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত